অনলাইন ডেস্ক : কাশ্মিরের প্যাহেলগাঁওয়ে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারায় বহু পর্যটক। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। আর এতে রীতিমতো ক্ষুব্ধ সারা ভারতবর্ষ। সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ, ক্ষোভপ্রকাশ করেছেন বলিউডের তাবড় তারকারা।
কাশ্মিরে ঘটে যাওয়া হৃদয়বিদারক এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন অভিনেত্রী সারা আলি খান। যদিও দুঃখপ্রকাশ করতে গিয়ে নিজেই সমালোচনার শিকার হলেন সাইফকন্যা।
এমনিতেই ভ্রমণপিপাসু বলে নাম রয়েছে সারার। গত বছরও কাশ্মিরে ঘুরতে গিয়েছিলেন মা ও ভাইয়ের সঙ্গে। সেই সময় সেখানকার নৈসর্গিক রূপ দেখে মুগ্ধ হয়ে যান। তাই প্যাহেলগাঁওয়ের রক্তক্ষয়ী এই ঘটনায় দুঃখ পেয়েছেন অভিনেত্রী।
সারার কথায়,‘এমন একটা নৃসংশ ঘটনায় ভেতর থেকে নড়ে গিয়েছি। এই জায়গাটা পৃথিবীর মধ্যে স্বর্গ বলা হয়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটা ঘটনা। আমি শান্তি চাই পাশপাশি বিচার চাই।’
এই লেখার সঙ্গে সারা নিজের কাশ্মির ভ্রমণের ছবি দিতেই বাঁধে বিপত্তি। নেটিজেনদের একটা বড় অংশ সমালোচনায় মুখর হয়েছে। সকলেরই প্রায় একটা দাবি, ‘এমন একটা ঘটনায় নিজের ছবি দেওয়ার কি আছে মাথা মোটা নাকি।’ যদিও এই সমালোচনায় কোনো উত্তর দেননি সারা।