বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও নতুন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহীন। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলার বড়াইগ্রাম থানা কার্যালয়, জোয়াড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়, রামাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামাগাড়ী উচ্চ বিদ্যালয়, আশ্রয়ণ প্রকল্প, বনপাড়া পৌরসভা কার্যালয়, বনপাড়া পৌর ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, উপজেলা পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৫ এবং উপজেলা পরিষদ অডিটোরিয়াম আধুনিকায়ন ও ভবনের সামনের সৌন্দর্য্যবর্ধন প্রকল্প, উপজেলা মূল ভবনের প্রবেশপথ ও সভাকক্ষ আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন ও উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
দুপুরে উপজেলা পরিষদ হল রুমে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সবশেষে জেলা প্রশাসক বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে উপজেলার চলমান কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কমকর্তাগণ।