• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৫:৪৬

বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

অনলাইন ডেস্ক : সবশেষ বিপিএলটা যেন খুশদিল শাহ’র ক্যারিয়ারটাই নতুন করে উসকে দিয়েছে। পাকিস্তান জাতীয় দলের রাডার থেকে অনেকটাই ছিটকে গিয়েছিলেন নিজের অফফর্মের কারণে। তবে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন দুর্দান্ত। ১০ ম্যাচে করেছেন ২৯৮ রান। উইকেট ছিল ১৭টি। ক্রিকইনফোর বিচারে ২০২৫ বিপিএলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিলেন খুশদিল শাহ।

সেই বিপিএলের পর জায়গা করে নিয়েছিলেন পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে। আস্থার প্রতিদানও নেহাত মন্দ দেননি। এবারে অবশ্য পিএসএলেও আভাস দিলেন দারুণ কিছু করার। আসরের প্রথম ম্যাচেই গড়েছেন নতুন রেকর্ড।

আরও পড়ুনঃ  এসএ গেমস : এবার নারী ফুটবল দলও পাঠাবে বাফুফে

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে খেলেছেন ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই করেছেন নতুন রেকর্ড। পিএসএল ইতিহাসে সফল রানতাড়ায় ৬ নম্বরের নিচে নেমে সর্বোচ্চ স্কোর এখন খুশদিল শাহের। পেছনে ফেলেছেন দুই ক্যারিবিয়ান শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডের কীর্তি।

আরও পড়ুনঃ  গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

২০২৪ আসরে করাচি কিংসের বিপক্ষে রানতাড়ায় নেমে অপরাজিত ৫৮ রানে দলকে জিতিয়েছিলেন রাদারফোর্ড। একইবছর লাহোর কালান্দার্সের বিপক্ষে রানতাড়ায় ৫৮ করেছিলেন কাইরন পোলার্ড। আর গতকাল মুলতানের বিপক্ষে ২৩৫ রানের সফল রানতাড়ায় খুশদিল করলেন ৬০ রান। ম্যাচটা তার দল জিতেছে ৪ উইকেটে।

পিএসএলে সফল রানতাড়ায় ৬ নম্বর বা এর নিচে সর্বোচ্চ স্কোর
৬০ – খুশদিল শাহ; প্রতিপক্ষ – মুলতান সুলতানস (২০২৫)
৫৮* – শেরফেইন রাদারফোর্ড; প্রতিপক্ষ – করাচি কিংস (২০২৪)
৫৮ – কাইরন পোলার্ড; প্রতিপক্ষ – লাহোর কালান্দার্স (২০২৪)

আরও পড়ুনঃ  ম্যাচ হারের পর জরিমানাও গুনতে হচ্ছে দিল্লি অধিনায়ককে

এই ম্যাচে অবশ্য খুশদিলের ঝোড়ো ইনিংসের সুবাদে বিব্রতকর রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান জাতীয় দল অধিনায়কের বিপক্ষে এই পর্যন্ত ৩ বার ২০০ এর বেশি রান চেজ হয়েছে। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি আর কোনো পিএসএল অধিনায়ককে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675