ঢাকা রাত ১:১৯। শনিবার ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

subadmin
এপ্রিল ২৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘বাঁচাও ঈমান, বাঁচাও দেশ’এই শ্লোগানে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা শাখা। শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে সোনাদিঘী মোড় ও কুমারপাড়া হয়ে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল কমিশন একটি সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এতে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করতে ‘অভিন্ন পারিবারিক আইন’ প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে, যা সরাসরি কুরআন-সুন্নাহর বিধানের পরিপন্থী।

বক্তারা অভিযোগ করেন, সুপারিশপত্রে থাকা বিষয়গুলো ইসলামের মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে সংবিধানের ২ ও ১২ ধারায় উল্লেখিত ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ নীতির অবক্ষয় ঘটিয়ে ধর্মনিরপেক্ষতার নামে বহুত্ববাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

বক্তারা অভিযোগ করেন, এই সুপারিশগুলো কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। অতীতেও এমন প্রচেষ্টা হয়েছিল, কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে গেলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

হেফাজতের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের ‘ইসলামবিরোধী’ প্রতিবেদন বাতিল করার দাবি জানানো হয়। এছাড়া সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, পূর্ববর্তী সরকারের আমলে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ হাফি, জেলা শাখার সহসভাপতি মুফতি আবু তাহের, মহানগরের সহসভাপতি জাকারিয়া হাবিব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ ইসমাইল হোসেন মাহমুদি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০