• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এসএ গেমস : এবার নারী ফুটবল দলও পাঠাবে বাফুফে

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:১০

এসএ গেমস : এবার নারী ফুটবল দলও পাঠাবে বাফুফে

অনলাইন ডেস্ক : ২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে বাংলাদেশ পুরুষ ফুটবল দল অংশগ্রহণ করলেও নারী দল করেনি। বাফুফে এবার আসন্ন পাকিস্তান এসএ গেমসে পুরুষের পাশাপাশি নারী দলকেও পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে দলীয় ডিসিপ্লিনের সভায় বাফুফে তাদের অবস্থান ব্যক্ত করে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার বলেন, ‘ফুটবল এবার দুই দলই পাঠাতে চায়। নারী ফুটবল দল টানা দুই বার দক্ষিণ এশিয়ার সেরা। আমরা গেমসেও তাদের কাছ থেকে স্বর্ণ পদকই আশা করি।’

১৯৮৪ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবলে এক বারই স্বর্ণ জিতেছিল ১৯৯৯ কাঠমান্ডু গেমসে। ২০১৯ সালে সেই কাঠমান্ডুতে জামাল ভুইয়ারা ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। ২০১৯ সালের গেমসে সাবিনারা খেলতে না পারলেও শিলং গেমসে খেলেছিলেন। বাফুফের সাবেক ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির সিদ্ধান্তেই মূলত সাবিনাদের সেই গেমসে খেলা হয়নি।

আরও পড়ুনঃ  ইমনের সেঞ্চুরিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ২৬৫

আজ বিওএ ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, রাগবি ও বাস্কেটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেন। অন্য সাত ফেডারেশনের কর্মকর্তা থাকলেও দুই শীর্ষ ফেডারেশন বাফুফে ও বিসিবি একজন এক্সিকিউটিভ পাঠিয়েছে। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার জামাল বাবু বলেন, ‘গত আসরে নারী ও পুরুষ দুই বিভাগেই আমাদের স্বর্ণ ছিল। এবারও সেই লক্ষ্যে প্রস্তুতি থাকবে। আমরা বিওএ’র কাছে অনুরোধ করেছি কোচিং স্টাফের সংখ্যা যেন বৃদ্ধি করার।’

বিসিবির মতো বাফুফেও কোচিং স্টাফের পাশাপাশি খেলোয়াড় সংখ্যা বাড়ানোর দাবি করেছে। আন্তর্জাতিক ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও গেমসে সেটা হয় ২০ জনের।

আরও পড়ুনঃ  জিম্বাবুয়ে সিরিজে আগ্রহ নেই কারও, খেলা দেখা যেতে পারে যে টিভিতে

দেশের আরেক শীর্ষ খেলা হকি এসএ গেমসের প্রস্তুতির জন্য প্রায় অর্ধ কোটি টাকার বাজেট করেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘হকি সরঞ্জাম অনেক ব্যয়বহুল। আমরা সরঞ্জাম ব্যয় প্রদানের অনুরোধ করেছি। পাশাপাশি আমরা গেমসের একটা বাজেট আনুষ্ঠানিকভাবে প্রদান করব।’

হ্যান্ডবল ফেডারেশন প্রায় প্রতি মাসেই নানা আয়োজন করে। ঘরোয়া পর্যায়ে খেলার প্রচলন থাকলেও আন্তর্জাতিক অংশগ্রহণ কম। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এসএ গেমসের জন্য ক্যাম্প শুরু করতে চাই। নিজেদের উদ্যেগের পাশাপাশি অলিম্পিক থেকেও সহায়তা চাই।’

আরও পড়ুনঃ  গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

বাস্কেটবলের নিজস্ব কোনো ভেন্যু নেই। বাস্কেটবল গেমসের আগে তিন মাস বিকেএসপি ও একমাস মিরপুর ইনডোরে প্রস্তুতি নিতে চায়। বিকেএসপির ক্যাম্প করার জন্য অলিম্পিকের সহায়তা চেয়েছে ফেডারেশনটি। আরো কয়েক ফেডারেশনের মতো বাস্কেটবলও বিদেশি কোচের সহায়তা চেয়েছে।

জাতীয় খেলা কাবাডি, ভলিবল পদক জয়ের আশা প্রকাশ করেছেন আজকের সভায়। আগামী বছর ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে এসএ গেমস আয়োজনের সূচি নির্ধারিত হয়েছে। সেই গেমসের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দুই ধাপে ২৫ ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছে। ফেডারেশনগুলোর প্রস্তাব ২৩ এপ্রিল বিওএ নির্বাহী কমিটির সভায় পর্যালোচনা হবে। সেই সভার পর বিওএ সরকারের কাছে বাজেট ও গেমসের ভেন্যু সংক্রান্ত সহায়তা চাইবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675