অনলাইন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। অল্প কিছুদিন হলো, কোলে সন্তান এসেছে তার; এখন অভিনেত্রীর সময় কাটছে মাতৃত্ব নিয়ে। এমন সময় দীপিকার ছোটবেলার একটি স্মৃতি নিয়ে বেশ আলোচনা।
মাঝে মাঝেই ছোটবেলার নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দীপিকা পাড়ুকোন। কখনও সাক্ষাৎকারের মাধ্যমে, আবার কখনও কোনো শো-তে এসে। একঅবার কাপিল শর্মার শো-তে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, তাকে বেশ কড়া শাসনের মধ্যে রাখতেন বাবা-মা। দুষ্টুমি করলে মিলতো শাস্তি।
দীপিকা বলেন, ‘আমরা যে ফ্ল্যাটে থাকতাম আর আগে সেখানে একটা বড় রান্নাঘর ছিল, একটা স্টোর রুমও ছিল সেটার সঙ্গে। যখনই আমি দুষ্টুমি করতাম, বা অসভ্যতা করতাম বাবা মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না তখন আমাকে ওই স্টোর রুমে আটকে রাখা হতো। ওই ঘরের সুইচ বাইরে ছিল। বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভিয়ে দিত।’
দীপিকা একইসঙ্গে জানিয়েছেন, তার ব্যক্তিজীবন থেকে কর্মজীবন, সর্বত্রই তার বাবার অবদান বিশাল। অভিনেত্রী বাবার বিষয়ে কথা বলতে গিয়ে আবুধাবির একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমার বাবা সবসময় আমায় বলেছেন যা খুশি কর মানুষ তোমায় মনে রাখবে তুমি কেমন মানুষ সেটার জন্য। আমি তাই সেটাই মনে রেখে চলার চেষ্টা করি।’
গত বছর দীপিকার কোলে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। তবে এখনও মেয়ের মুখ দেখাননি দীপিকা-রণবীর দম্পতি।