স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও একটি এজাহার দায়সহ তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পারিলা মতিয়াবিল ও বড়গাছী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান।
কারাদন্ডপ্রাপ্ত আসামি হলো- বড়গাছী মধ্যপাড়া মৃত. বলরাম দাসের ছেলে অরুণ কুমার দাস (৫১)। তাকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও পারিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন বাদী হয়ে পারিলা ইউনিয়নের মতিয়াবিল এলাকার ইয়াকুব আলীর ছেলে ইব্রাহিম আলীর নামে পবা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, আরএমপির পবা থানার এসআই ইকরামুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বীনা খাতুন ও পারিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান বলেন, তিন ফসলি কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়গাছী ও পারিলা ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।