জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : মালয়েশিয়া প্রবাসী ইমরান খানের স্ত্রী রোকসানা বেগমের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা পৌর সভার ছিলাধরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান- ৪ কন্যা সন্তানের জননী রোকসানা বেগম তার সাবেক স্বামী রবিউল ইসলামকে তালাক দিয়ে গত দুই মাস আগে মোবাইল ফোনে মালয়েশিয়া প্রবাসী ইমরান খানকে বিয়ে করে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান- সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করে একটি ফ্লাটের শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রোকসানা বেগমের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।