সাইদ সাজু, তানোর : রাজশাহী জেলার তানোর উপজেলার কলমা ইউনিয়নের কলমা উপরপাড়া গ্রামের কৃতি সন্তান, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মুন্ডমালা পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত নেতা মরহুম শীশ মোহাম্মদের কবর জিয়ারত করেছেন রাজশাহী -১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
রোববার (১৩এপ্রিল) দুপুরে কবর জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির সভাপতি একরাম মোল্লা, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। তারা মরহুম শীশ মোহাম্মদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এসময় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “মরহুম শীশ মোহাম্মদ ছিলেন একজন আপাদমস্তক দেশপ্রেমিক, নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি বিএনপির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তার অবদান আমাদের রাজনৈতিক অঙ্গনে আজও স্মরণীয়। আমরা তার দেখানো পথ অনুসরণ করে জনকল্যাণে কাজ করে যেতে বদ্ধপরিকর।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক একজন জনদরদী মানুষ, সমাজসেবা ও রাজনীতিতে তার ভূমিকা অনন্য। তার এই সফরে দলের কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এমন একটি উদ্যোগ শুধু মরহুম নেতার স্মৃতিকে সম্মান জানানোই নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।