• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন —গণধ্বনি প্রতিদিন

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ২:২৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন —গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে আবারও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে থেকে এ ঘোষণা দেওয়া হয়।
নগরীর জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশে চাঁদকে দ্বিতীয়বারের মতো অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহ করে রাজশাহীকে বিএনপিমুক্ত করতে সকল নেতাকর্মীকে নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সমাবেশে লিটন বলেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে কেন চাঁদের এই আষ্ফালন। কেননা, তার পিতা ছিলেন রাজাকার। আর রাজাকারের সন্তান হিসেবে তার এই হুমকি দেয়াটা অস্বাভাবিকও না।
লিটন বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে রাজাকার বিএনপির উত্তরসূরীরা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। ১৯৭৫ সালে সেনা ছাউনিতে তৈরি হয়েছিল বিএনপি নামক ক্যান্সার। এই ক্যান্সার অপসারণ জরুরি। জিয়ার সন্তান তারেক জিয়া, আসলে বাপ যেমন, তার সন্তানও তেমন; বিদেশে বসে থেকে ষড়যন্ত্র করছেন। তারেক জিয়া ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করিয়েছিল। তারা আবারও প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও এটা সম্ভব হবে না। বিএনপি আবারও রগকাটা, জ্বালাও-পোড়াও আন্দোলনে নামতে চাই। কারণ তারা জানে নির্বাচনে আসলে এদেশের মানুষ তাদের ভোট দেবেন না। তাদের এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। এসময় বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি জানিয়ে রাজশাহীকে বিএনপিমুক্ত করার ঘোষণা দেন লিটন।
বিক্ষোভ সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেনি, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন।
এদিকে আবু সাঈদ চাঁদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সাবেশ করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। পুঠিয়ার বানেশ^র বাজারে এ কর্মসূচি পালিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুগ্ম সাধারণ সম্পাদক রাজমাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন প্রমুখ। সভা শেষে আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675