• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৩:৫৩

ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেন ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে লেখা ছিল। তবে ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। দীর্ঘ প্রায় চার বছর পর আবারও ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি পাসপোর্টে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। আর অন্তর্বর্তী সরকারের নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

আরও পড়ুনঃ  বিদেশি ওমরাহযাত্রীদের বিদায়ের সময়সীমা বেঁধে দিল সৌদি

এতে বলা হয়েছে, বাংলাদেশ এক্সসেপ্ট ইসরায়েল শব্দগুলো তাদের পাসপোর্টে পুনর্বহাল করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এর মাধ্যমে ইসরায়েলে যেন কোনো বাংলাদেশি যেতে না পারেন সেটি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিম প্রধান বাংলাদেশে ইসরায়েল একটি স্পর্শকাতর ইস্যু। দেশটি ইসরায়েলকে কোনো স্বীকৃতি দেয় না।

আরও পড়ুনঃ  আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এ কথাটি দেশের পাসপোর্টে কয়েক দশক ধরে ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে এই বাক্যটি বাদ দেওয়া হয়।- প্রতিবেদন উল্লেখ করা হয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-কে জানিয়েছেন, পাসপোর্টে ‘ইসরায়েল বাদে’ শব্দগুলো পুনর্বহালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে গত সপ্তাহে নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

এর আগে গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ বাংলাদেশি ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ র‌্যালি করেন। এই সংবাদটিও ইসরায়েলি গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। এরমধ্যে বার্তা সংস্থা এপির বরাতে টাইমস অব ইসরায়েল খবর প্রকাশ করে। তারা তাদের শিরোনামে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে বাংলাদেশিদের ‘জুতাপেটা’ করার প্রসঙ্গটি তুলে ধরে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675