ঢাকা রাত ১২:৩৮। রবিবার ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

‘দর্শকের আগ্রহ ফেরাতে ক্রিকেটারদেরই পারফর্ম করতে হবে’

subadmin
এপ্রিল ২৬, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। সিলেটের মাটিতে সেই টেস্টে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের এমন বাজে পারফরম্যান্সের প্রভাব পড়ছে দর্শকদের মাঝেও। ক্রিকেটের প্রতি আগ্রহ কমেছে। যার ফলে প্রথম টেস্ট হয়েছে অনেকটাই ফাঁকা গ্যালারিতে।

দ্বিতীয় টেস্টের আগে আজ শনিবার চট্টগ্রামে (২৬ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন জাকের আলি অনিক। টাইগার এই ব্যাটার মনে করেন, ক্রিকেটে মানুষের আগ্রহ আবারো ফেরাতে হলে প্রয়োজন ভালো পারফরম্যান্স। তার জন্য ক্রিকেটারদেরই মাঠে পারফরম্যান্স করতে হবে। জাকের বলেন, ‘ভালো পারফরম্যান্স করা উচিৎ। ভালো পারফরম্যান্সের ওপর আর কিছু নেই। আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করা।’

বাংলাদেশ ক্রিকেট আগের চেয়ে পিছিয়ে যাচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে জাকের বলেন, ‘যেহেতু সিনিয়র ক্রিকেটাররা যাবেন (অবসরে), স্বাভাবিকভাবেই তরুণ ক্রিকেটারদের মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমার কাছে মনে হয় কয়েকদিন সময় লাগবে। আর এটা রিকভার হয়ে যাবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে হার নিয়ে পরে জাকের বলেন, ‘হার তো যেকোনো দলের বিপক্ষেই হতে পারে। আমাদের প্রক্রিয়া ঠিক থাকা উচিৎ, যার সাথেই খেলি। ব্যাটিং নিয়েই মূলত আমি বলছি। ব্যাটিং আমাদের ভালো হয়নি এ কারণেই স্ট্রাগল করছি। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়। সবসময় তো বোলাররা জেতাবে না। বেশিরভাগ ম্যাচ বোলাররাই জেতায়।’

দলের ব্যাটারদের দায় দেখছেন জাকেরও, ‘আমরা যেহেতু ভুল করি, এজন্যই হারি। সাধারণ ব্যাপার। …যেহেতু প্রথম টেস্টের ফলাফল আমাদের পক্ষে যায়নি, আমরা আমাদের প্রসেসেই আছি। ম্যাচের পর ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটায় সংগ্রাম করতে হয়েছে। ফোকাস থাকবে যেন ব্যাটিং ভালো হয়। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০