ঢাকা রাত ১২:২২। রবিবার ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

নাটকীয়তার মাঝেই রাতে কোপা দেল রে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

subadmin
এপ্রিল ২৬, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মাঝে ম্যাচ মানেই ফুটবল দুনিয়ায় আলাদা এক উন্মাদনা। ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার অন্যতম স্প্যানিশ ফুটবলের এই দুই জায়ান্টের লড়াই। রিয়াল-বার্সার লড়াই কেবল ফুটবল মাঠেরই লড়াই না। এতে মিশে আছে স্প্যানিশ এবং কাতালুনিয়ান জাতিস্বত্ত্বার লড়াই। আছে রক্তাক্ত গৃহযুদ্ধের ইতিহাসও।

দুই দলের মুখোমুখি লড়াই তাই প্রতিবারই হাজির হয় ভিন্ন ভিন্ন লড়াইয়ের গল্প নিয়ে। তবে শনিবার দিবাগত রাতের এই ফাইনাল তাতে যুক্ত করেছে একেবারেই আলাদা এক মাত্রা। রেফারিদের অভিযোগ, কান্নাভেজা চোখে প্রেস কনফারেন্সের পর রিয়াল মাদ্রিদকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

সেভিয়া শহরে ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন করেনি রিয়াল মাদ্রিদ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেননি রিয়াল মাদ্রিদের কোচ এবং খেলোয়াড়দের কেউই। এমনকি দুই দলের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক ডিনারেও থাকছেন না রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ।

এমনকি গুঞ্জন উঠেছিল, ফাইনালও বয়কট করতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ফাইনালে খেলতে যাচ্ছে তারা।

রিয়াল মাদ্রিদ শিবিরে যখন রেফারি নিয়ে খানিক অস্থিরতা, বার্সেলোনার সামনে তখন নিজেদের ট্রেবলের স্বপ্ন টিকিয়ে রাখার সুযোগ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন শিরোপা জয়ের রেসে ভালোভাবেই টিকে আছে বার্সেলোনা। লা লিগায় তারা আছে পয়েন্ট তালিকার শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। কোপা দেল রে হতে পারে তাদের ট্রেবল স্বপ্নের প্রথম শিরোপা।

বার্সেলোনা এই ফাইনালে মিস করবে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে। ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই পোলিশ স্ট্রাইকারের। তার বদলে ফেরান তোরেসকে দেখা যেতে পারে শুরুর স্কোয়াডে। এছাড়া বার্সেলোনার স্কোয়াডে আর কোনো ইনজুরির জটিলতা নেই। লিগে সবশেষ ম্যাচে শুরুর একাদশের প্রাইয় সবাইকেই বিশ্রামে রেখেছিলেন কোচ হ্যান্সি ফ্লিক। যে কারণে কিছুটা ফুরফুরে মেজাজেই থাকবে দল।

রিয়াল মাদ্রিদে ইনজুরির তালিকায় আছেন স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। চলতি মৌসুমে এরইমাঝে ৩৩ গোল করে ফেলা এই স্ট্রাইকার ইনজুরিতে পড়েছিলেন আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। যদিও আশা করা হচ্ছে, শেষ সময়ে পরিপূর্ণ ফিট হয়ে স্কোয়াডে যুক্ত হতে পারেন তিনি। তবে ফার্লান্দ মেন্ডি ইনজুরিতে থেকে এই ফাইনাল মিস করছেন, সেটা অনেকাংশে নিশ্চিত।

পরিসংখ্যান যাচ্ছে কার পক্ষে?
এখন পর্যন্ত সামগ্রিকভাবে এল ক্লাসিকোতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার জয় যেখানে ১০২, রিয়ালের জয় ১০৫টি। তবে কোপা দেল রে’র পরিসংখ্যানে এগিয়ে বার্সাই। এখন পর্যন্ত ঘরোয়া এই প্রতিযোগিতায় ৩৭ বারের দেখায় বার্সা জিতেছে ১৬ ম্যাচ। আর রিয়াল জিতেছে ১৩ ম্যাচ। বাকি ৮ ম্যাচ ছিল ড্র।

অবশ্য কোপা দেল রে’তে ফাইনাল বিবেচনায় খানিক এগিয়ে রিয়াল মাদ্রিদ। ৭ বার এই আসরের ফাইনালে দর্শকরা পেয়েছেন এল-ক্লাসিকো ম্যাচ। যেখানে ৪ বার জয় রিয়ালের। আর ৩ বার জয় বার্সেলোনার।

চলতি মৌসুমের হিসেবে আবার রিয়াল থাকছে পিছিয়ে। এখন পর্যন্ত এই মৌসুমে দুবার নিজেদের মুখোমুখি হয়েছে এই দুই দল। দুটোতেই রিয়াল মাদ্রিদ হেরেছে বড় ব্যবধানে। লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়াল হেরেছিল ৪-০ গোলে। আর সুপারকোপা দে এস্পানার ফাইনালে বার্সেলোনা জিতেছিল ৫-২ গোলে।

কখন কোথায় ফাইনালের মহারণ?
রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যেকার এই ফাইনাল হবে স্পেনের সেভিল নগরে। দে লা কার্তুহা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২ টায় শুরু হবে এই ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০