• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৪:৪১

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন হয়।

আরও পড়ুনঃ  নগরীতে আসক ফাউন্ডেশনের মানববন্ধনেফিলিস্তিনে গণহত্যাকারীদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান

শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে স্হায়ী মঞ্চে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিক প্রতিনিধিরা। আয়োজনে ছিল বৈচিত্র্য ও সর্বজনীন অংশগ্রহণ, যা বর্ষবরণের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে।

আরও পড়ুনঃ  নগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, “এ বছর বৈচিত্র্যপূর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে যাতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারে।”

আরও পড়ুনঃ  তানোরে শীষ মোহাম্মদের কবর জেয়ারত করলেন এমপি প্রার্থী সুলতানুল ইসলাম তারেক

নববর্ষ উপলক্ষে আয়োজিত মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন শিল্পকলার শিল্পীরা।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠন বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675