স্টাফ রিপোর্টার : রাজশাহীর মো. সুরুজ (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫ রাজশাহীর একটি দল।

নিহত সুরুজ নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন। গ্রেপ্তার তিনজন হলেন সুরুজের বোন জাহানারা বেগম (৫০), জাহানারার ছেলে মো. হিরা (৪০) ও আশরাফ আলী (৪৫)। তাঁদের বাবার নাম মৃত আনিচুর রহমান। বাড়ি রাজশাহী নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকায়।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল নগরের সিটি বাইপাস এলাকায় আসামিরা সুরুজকে মারধর করেন। হিরা ইট দিয়ে তাঁর মামা সুরুজের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে সুরুজ মারা যান।
এ ঘটনায় নিহত সুরুজের ছেলে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাব তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।