অনলাইন ডেস্ক : শ্রুতি হাসানের অতীতে একাধিক সম্পর্ক ছিল। আর কোনওবারই তিনি সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি। মাইকেল কার্সেল থেকে শান্তনু হাজরাসহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে দীর্ঘ সময় চুটিয়ে প্রেম করেছেন।
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মুখ খুললেন তার এক্স এবং প্রাক্তন সম্পর্কগুলো নিয়ে। জানালেন, সম্পর্কে ভাঙন নিয়ে খারাপ লাগে। কারণ তিনিও একজন মানুষ।
শ্রুতি জানান, তার জীবনে সেই অর্থে কোনও আফসোস নেই। তবে অভিনেত্রীর কথায়, ‘আমি কিছু মানুষকে আঘাত দিয়েছি। এখন মনে হয় সেটা করা উচিত হয়নি। এর বাইরে আমার কোনও কিছু নেই কোনও আফসোস নেই। আমি জোকার ছিলাম? আচ্ছা বেশ তাহলে তাই। যে মানুষগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ তাদের কাউকে আমি ভুল করে আঘাত দিয়েছি। এখন সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিই।’
এদিন শ্রুতি জানিয়ে দেন, তিনি অতীতের সম্পর্ক থেকে কখনই প্রভাবিত হন না। যে কারণে এতগুলো বছরেও তেমন কিছুই বদলায়নি।
অভিনেত্রী বলেন, ‘আমাদের সবারই একটা করে মারাত্মক অতীত থাকে, এক্স থাকে। সেটা ছাড়া আমি যখন যে অধ্যায় শেষ করি সেটা নিয়ে কোনও আফসোস রাখি না। তাই মানুষ যখন বলেন ওহ বাবা, এটা তোমার কত নম্বর প্রেমিক? তখন আমি বলি আপনারা বুঝছেন না, এটা আপনার জন্য কেবল একটা সংখ্যা, আমার জন্য এই সংখ্যার মানে, যতবার আমি ভালোবাসা চেয়েও পাইনি। আমার সেটা নিয়ে খারাপ লাগে না। কিন্তু খারাপ তো লাগেই। আমি একজন মানুষ তো!’
শ্রুতি এদিন এমনটাও জানান, তিনি তার সঙ্গীকে কখনই দোষারোপ করেন না যখন একটা সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ তিনি যখন কোনও সম্পর্কে থাকেন সেখানে লয়্যাল থাকেন।