• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন দুর্গাপুরের বিপ্লব

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৬:৫৭

ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন দুর্গাপুরের বিপ্লব

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের বিপ্লব গাজী (৩৫)। বিপ্লব ওই গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে।

নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, বেক্সিমকো ফার্মায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে চাকুরী করতেন বিপ্লব। পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রোববার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন।

তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়ি ফোন দেন। তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান। পরে বাসার মালিক সহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন বিপ্লবের নিথর দেহ।

আরও পড়ুনঃ  নগরীতে আসক ফাউন্ডেশনের মানববন্ধনেফিলিস্তিনে গণহত্যাকারীদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হাসান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিলো। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  অভিনব কায়দায় পেটে ৩৪ পোঁটলায় ১ হাজার ৭০০ ইয়াবা

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে পৌছালে আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, ৪/৫ বছর ধরে বেক্সিমকো ফার্মায় চাকুরীর সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। অবিবাহিত বিপ্লব একাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675