• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৭:০৭

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ২১ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য অপরাধে ৯ জন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে র‍্যাব-১২ অভিযানে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: হাসান আলী (৩২), রাহুল ভট্টাচার্য (২৭), রবিন (২১) ও মো: সুমিত সাখওয়াত (৩৫)।

হাসান আলী রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ইসলামপুর দেবীশিং পাড়ার আ: হামিদের ছেলে। সে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অগ্রণী স্কুর অ্যান্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। রাহুল ভট্টাচার্য শাহমখদুম থানার ওমরপুর নওদাপাড়ার দিলীপ ভট্টাচার্যের ছেলে। সে রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আওয়ামীলীগ কর্মী রবিন বোয়ালিয়া থানার শিরোইল কাঁচাবাজার এলাকার মো: সালাউদ্দিনের ছেলে এবং চাঁদাবাজ সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ থানার হুজরাপুর এলাকার মৃত ইশাহাক আলীর ছেলে। বর্তমানে সে শাহমখদুম থানার নওদাপাড়ার বাসিন্দা।

আরও পড়ুনঃ  তানোরে শীষ মোহাম্মদের কবর জেয়ারত করলেন এমপি প্রার্থী সুলতানুল ইসলাম তারেক

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675