• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৭:২১

বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে ইঞ্জিল চালিত ভটভটি গাড়ি উল্টে ১৮ পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কাতিলা সবুজ সংঘ হাইস্কুল ও কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে উপজেলার আচিনঘাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ও আচিনঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের (ভোক) শাখার এসএসসি পরীক্ষার্থীরা দুইটি ভটভটি যোগে বাড়িতে ফিরছিল। দুইটি গাড়িতে প্রায় ৩০ জন পরীক্ষার্থী ছিল। ভটভটি আহসানগঞ্জ- ভবানীগঞ্জ সড়কের চানপাড়া আর্দশ টেকনিক্যাল কলেজ মোড়ে পৌঁছালে ছাত্রদের বহনকরা গাড়িটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে সড়কের পাশে থাকা একটি ইটের ঘর ও গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরের ভটভটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ভটভটিতে থাকা পরীক্ষার্থীর ধাক্কায় ও ছিটকে পড়ে আহত হয়। অনেকে পাশের ধানখেতে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তানোরে শীষ মোহাম্মদের কবর জেয়ারত করলেন এমপি প্রার্থী সুলতানুল ইসলাম তারেক

আচিনঘাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পরেই তিনিসহ শিক্ষকেরা হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে খোঁজ খবর নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675