• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না নেতানিয়াহু

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৮:০৩

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান না নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : নতুন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে মঙ্গলবার (১৫ এপ্রিল) ফোনে নেতানিয়াহুর কথা হয়। এ সময় তিনি ম্যাঁক্রোকে বলেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে ‘সন্ত্রাসের জন্য এটি বিশাল পুরস্কার হবে।’

আরও পড়ুনঃ  বিদেশি ওমরাহযাত্রীদের বিদায়ের সময়সীমা বেঁধে দিল সৌদি

গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট জানান, আগামী কয়েক মাসের মধ্যে ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এরপরই যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার সঙ্গে ফোনে কথা বললেন। যেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধীতা জানিয়েছেন এই দখলদার।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই ফোনালাপের পর একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন, আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠন সন্ত্রাসের জন্য বিশাল পুরস্কার হবে। এ সময় তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে হামাসের ৭ অক্টোবরের হামলার পর ফিলিস্তিনি অথরিটিসহ (পিএ) কোনো ফিলিস্তিনি কর্মকর্তা এটির নিন্দা জানাননি।”

আরও পড়ুনঃ  ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ

বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, ইসরায়েলি শহরগুলো থেকে কয়েক মিনিট দূরত্বে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে এটি হবে ইরানি ও তাদের মিত্রদের একটি শক্তিশালী স্থান। যেটির বিরোধীতা করেন বেশিরভাগ ইসরায়েলি। তিনি ফরাসি প্রেসিডেন্টকে জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিনের বিরোধীতা তার দীর্ঘকালীন নীতি।”

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675