হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ উপলক্ষে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে মেলার নামে চালানো হয় অশ্লীল নৃত্যের আসর। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে বৈশাখী মেলায় উচ্চ শব্দে গান বাজনা পরিবেশন করায় ব্যাঘাত ঘটে শিক্ষার্থীদের পড়াশোনায়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন স্থানীয় অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে উক্ত বৈশাখী মেলা শুরুর একদিন পরেই আয়োজক কমিটিকে মেলা বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা যায়, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ তার নিজ এলাকা মির্জাপুর গ্রামে সাত দিনব্যাপী বৈশাখী মেলা বসান। উক্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। সেই সাথে সারারাত্রি যাত্রার আয়োজন থাকে। এসএসসি পরীক্ষা চলাকালে এরকম অনুষ্ঠান করা কতটা যুক্তিসংগত সেটা নিয়েও প্রশ্ন তুলেন সচেতন মহল। তিনি একজন প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসএসসি পরীক্ষা দিচ্ছে। এরই মধ্যে এই অনুষ্ঠান শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মুগাইপাড়া বাজার ভেঙ্গে মির্জাপুর মোড়ে নতুন করে বাজার বসানোর চেষ্টা করছে এই প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ। তারই প্রচার করতে বৈশাখী মালার নামে অশ্লীল অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
এ বিষয়ে মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৈশাখী মেলার আয়োজক হাফিজ আল আসাদের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলাটি বন্ধের নির্দেশ দেয়ায় বন্ধ করে দেয়া হয়েছে। নতুন করে আর মেলা বসানো হবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার মধ্যে মেলার আয়োজন মোটেও ঠিক হয়নি। মেলার কারণে পরীক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছিল। স্থানীয় অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই মেলাটি বন্ধ করা হয়েছে।