ঢাকা সন্ধ্যা ৭:৫৪। মঙ্গলবার ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ।
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

subadmin
এপ্রিল ২৮, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : জুনিয়র নারী এশিয়া কাপ ফুটবলের ড্র আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‌‘এইচ’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে স্বাগতিক লাওস। অন্য প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া ও তিমুরলেস্তে।

আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে এএফসি অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। স্বাগতিক থাইল্যান্ড সরাসরি এই প্রতিযোগিতায় খেলবে। চলতি বছরের ২-১০ আগস্ট টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এশিয়ার ৩৩ টি দেশ এই বাছাইয়ে অংশগ্রহণ করছে। এ গ্রুপে পাঁচ ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ অ-১৬ পর্যায়ে টানা দুই বার এশিয়ার শীর্ষ স্তরে খেলেছিল। অ-২০ পর্যায়ে বাংলাদেশের সেই কীর্তি নেই। আসন্ন টুর্নামেন্টেও বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে। বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া। যাদের অ-২০ নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে।

এশিয়ার ফুটবলের এই পরাশক্তি বাংলাদেশের গ্রুপে গ্রুপ সেরা হওয়ার প্রধান দাবিদার। সেক্ষেত্রে বাংলাদেশকে স্বাগতিক লাওস এবং তিমুরলেস্তেকে ভালো ব্যবধানে পরাজিত করে নিজেদের গ্রুপে রানার্স-আপ হয়ে অন্য গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারীদের চেয়ে এগিয়ে থাকতে হবে।

বাংলাদেশের নারী ফুটবলাররা ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পে রয়েছে। জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে সিনিয়র এশিয়ান কাপের বাছাই। এর পরপরই ১-১১ জুলাই বাংলাদেশ সাফ অ-২০ টুর্নামেন্ট আয়োজন করবে। এএফসির টুর্নামেন্টের আগে সেটা বাংলাদেশের জন্য ভালো একটা প্রস্তুতির মঞ্চ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০