স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জন এবং সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুরশিদ আলম ফারুকী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
এই নির্বাচনের মেয়রপ্রার্থী হতে আরও যে তিনজন মনোনয়নপত্র তুলে জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার।
রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, মেয়র পদে প্রার্থী হতে চারজন মনোনয়নপত্র তুলেছিলেন। এই চারজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছিলেন ১৪২ জন। এদের মধ্যে দাখিল করেছেন ১২৪ জন।
অন্যদিকে রাসিকের ১০টি সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র তুলেছিলেন ৪৭ জন। এদের মধ্যে একজন ছাড়া সবাই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ২৫ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। এরপর ২ জুন প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রচার-প্রচারণা। ২১ জুন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন। আর নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এবার নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। এবার ১৫২টি ভোটকেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ভোটগ্রহণ করা হবে।