অনলাইন ডেস্ক : পাকিস্তানকে আর ছাড় নয়, পেহেলগামে জঙ্গি হামলার পরই ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবেশি দেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপাতত স্থগিত করা হয়েছে দুই দেশের মাঝে সিন্ধু জলচুক্তি। পাশাপাশি ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাক নাগরিকদের উপর।
সন্ত্রাস হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদন দুনিয়াতে, তখন সেই আবহে পাকিস্তানি পোশাকশিল্পীর সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার হয়েছেন কারিনা কাপুর খান। পতৌদিদের বউমাকে ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও ছাড়লেন না নেটিজেনরা।
কাশ্মিরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোকবার্তা প্রকাশ করেছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন আবহে পাকিস্তানের পোশাকশিল্পী ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।
কারিনা বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফরাজের সঙ্গে দেখা তার। অতঃপর বেবোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ।
বলিউড অভিনেত্রীর সঙ্গে তোলা সেই ছবি পাকিস্তানি এই শিল্পী ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’।
ব্যস, এরপরই আলোচনার ঝড় শুরু। ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটপাড়ার একাংশ। বেবোকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা।
রোববার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে উড়ে যান কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি এবং সাইফ। সেইসূত্রেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি।
তবে দেশজুড়ে শোকের আবহে পাকিস্তানের পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় বেবোর কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া। কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধমুখী হয়ে রয়েছে, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে মশগুল করিনা। কতটা নির্লজ্জ!’
আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনা জওয়ানের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড সেলেবদের কোনও দায়িত্ব নেই?’
কেউ বা আবার ‘গাদ্দার’ বলেও কটাক্ষ করেছেন বেবোকে। এক কথায়, পেহেলগাম আবহে ফারাজ মান্নানের ছবিতে পতৌদিদের বউমাকে দেখে নিন্দার ঝড় নেটপাড়াজুড়ে!