ঢাকাThursday , 25 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

জামাই ষষ্ঠী নিলেন হবু টেস্ট অধিনায়ক

Asha Mony
May 25, 2023 11:20 am
Link Copied!

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটার তিনি। এর আগে গত বছরই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন। এখন পর্যন্ত নিশ্চিত যে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লিটন দাসের কাঁধেই উঠতে যাচ্ছে নেতৃত্বভার। সেই সিরিজ শুরুর আগে আজ জামাই ষষ্ঠী নিলেন হবু টেস্ট অধিনায়ক লিটন কুমার দাস।

সোশ্যাল মিডিয়ায় নিজের ষষ্ঠীর আশীর্বাদ গ্রহণের ছবি পোস্ট করেছেন বাংলাদেশের এই তারকা ওপেনার। বাংলার লোকসংস্কৃতির একটি অংশ হলো জামাই ষষ্ঠী। মধুমাস জৈষ্ঠ্যে এই উৎসবটি আদিকাল থেকে সনাতন সম্প্রদায়ের সমাজের ঘরে ঘরে লোকাচার হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে হরেক রকমের ফল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে ডালা সাজিয়ে জামাইকে আশীর্বাদ করেন শাশুড়ি।

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইকে কেন্দ্র করেই মূলত জামাই ষষ্ঠীর সব আয়োজন করা হয়। সনাতন ধর্মে ষষ্ঠী দেবী মাতৃত্বের প্রতীক বা জননী। তিনি সন্তান কোলে ধারণ করে থাকেন। মায়ের পূজা শেষে তার কাছে জামাইয়ের দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

কালের বিবর্তনে এ প্রথায় ভাটা পড়েছে। তবে জামাই ষষ্ঠীর রেওয়াজটা সমাজ থেকে একবারে উঠে যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০