ঢাকাFriday , 26 May 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

সাকিব না থাকায় পেসারদের ওপর আস্থা রাখবে বাংলাদেশ

Asha Mony
May 26, 2023 11:23 am
Link Copied!

অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে সদ্যঃসমাপ্ত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাই ঘরের মাঠে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া যাবে না। সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার কথা লিটন দাসের। কিন্তু অলরাউন্ডার সাকিবের ঘাটতি পূরণ হবে কিভাবে? আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় দলের পরিকল্পনা সম্পর্কে জানালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

দুর্দান্ত স্পিন আক্রমণ নিয়েই বাংলাদেশে আসবে আফগান দল। বিপরীতে সাকিব না থাকায় স্পিনে শক্তি হারাবে বাংলাদেশ। এই পরিস্থিতিতে পেসারদের ওপর আস্থা রাখছেন হাবিবুল বাশার, ‘যদি আমাদের দলটা দেখেন, দুই বিভাগেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ অবশ্যই মিস করবে।

তবে সাকিব ছাড়া তাইজুল-মিরাজ আছে, তারাও টেস্টে যথেষ্ট ভালো বল করে। আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক সমৃদ্ধ। আমাদের যেমন দরকার, দল অনুযায়ী ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সেটা নিয়ে অনেক আগেই চিন্তাভাবনা হয়ে গেছে।

তবে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই সমান দক্ষ সাকিবের অভাব অনুভব করবে বাংলাদেশ। হাবিবুলও সেটা স্বীকার করে নিলেন, ‘সাকিব না থাকলে একটা ক্রিকেটার কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আর কী, আসলে সাকিব-মুশফিক দুজন থাকলে আমরা বাড়তি সুবিধা পাই। আমরা একটা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি।

সাকিবের না থাকাটা একটা ধাক্কা। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছে, যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০