• ঢাকা, বাংলাদেশ
  • ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইংল্যান্ডের চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের লিগে জেসন রয়!

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ১১:২৬

ইংল্যান্ডের চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের লিগে জেসন রয়!

অনলাইন ডেস্কঃ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জামানায় জাতীয় দলের গুরুত্ব কমে যাচ্ছে বলে অনেকের মত। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ওপেনার জেসন রয় সেটা যেন আবারও প্রমাণ করতে যাচ্ছেন। আসন্ন গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে চুক্তি বাতিল করবেন বলে জানা গেছে! তাকে দুই বছরের জন্য প্রায় তিন লাখ পাউন্ডে চুক্তির প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। খবরটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

আরও পড়ুনঃ  নারী হকি টুর্নামেন্ট শুরু

২০১৯ সালে ইয়োইন মরগানের নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জেসন রয়। তবে গত গ্রীষ্মে তিনি দলে জায়গা হারান। জায়গা পাননি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও। এসব কারণেই হয়তো জেসন রয় কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ  প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশে

এই খবর যদি সত্যি হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে তাের সুযোগ পাওয়া কঠিন হবে। এমন ঝুঁকি থাকা সত্ত্বেও সুযোগটি লুফে নিতে চান আগামী অক্টোবর পর্যন্ত ইনক্রিমেন্টাল চুক্তিতে ইসিবির সাথে চুক্তিবদ্ধ জেসন রয়।
জানা গেছে, নিজের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে জেসন রয় গত কয়েক সপ্তাহ ধরেই ইসিবির সাথে কথা চালিয়ে যাচ্ছেন। একই সময়ে মেজর লিগ ক্রিকট লিগ, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি থাকায় বিপত্তি ঘটবে।

আরও পড়ুনঃ  চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

এতে যুক্তরাষ্ট্রে খেলার অনাপত্তিপত্র পেতে গেলে ইসিবির সঙ্গে ইনক্রিমেন্টাল চুক্তি বাতিল করতে হবে জেসন রয়কে। মেইল স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে মেজর লিগে চুক্তি করবেন জেসন রয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675