স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন এস এম তিতুমীর। তিনি উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় শুক্রবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।
এস এম তিতুমীর ২০০৪ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। অত্যন্ত সংস্কৃতিমনা এই শিক্ষক একাধারে কবি, প্রাবন্ধিক, গল্পকার ও সম্পাদক। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও স্ক্রিপ্ট রাইটার তিনি। বেতারের শিক্ষার্থীদের আসর ও সাহিত্য আসরের সঞ্চালক। তিনি ক্রীড়া ধারাভাষ্যকার এবং আবৃত্তি শিল্পী হিসেবেও সমধিক পরিচিত। সাহিত্যে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সংগঠন থেকে এই শিক্ষক সম্মাননা লাভ করেছেন।