• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগদ টাকা বেশি মুরশিদের,সম্পদ বেশি লিটনের

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ৯:৫৯

নগদ টাকা বেশি মুরশিদের,সম্পদ বেশি লিটনের

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদ বেশি আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের। তবে তার হাতে নগদ টাকা কম। সেই তুলনায় নগদ টাকা বেশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলমের। হলফনামা অনুযায়ী, চার মেয়র প্রার্থীর কারও নামে বর্তমানে কোন মামলা চলমান নেই। নির্বাচন কমিশনে দেওয়া তাদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামা অনুযায়ী, গত পাঁচ বছরে সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় আড়াইগুণ। আর বার্ষিক আয় বেড়েছে প্রায় চারগুণ। বেড়েছে অস্থাবর সম্পদও। পিছিয়ে থাকেননি তার স্ত্রী শাহীন আকতার রেনীও। তারও অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় আড়াইগুণ। পাঁচ বছর আগে শাহীন আকতার রেনীর কোনো স্থাবর সম্পদ না থাকলেও তিনি এখন দোতলা বাড়ি, জমি এবং মৎস্য খামারের মালিক।

খায়রুজ্জামান লিটন ২০১৮ সালে দলীয় প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। আগামী ২১ জুনের নির্বাচনে অংশ নিতে সম্প্রতি পদত্যাগ করেছেন। এরআগে ২০১৩ সালে মেয়রপ্রার্থী হয়ে লিটন পরাজিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালে দলের সমর্থনে নির্বাচন করে প্রথম মেয়র নির্বাচিত হন তিনি।

পাঁচ বছর আগে নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এএইচএম খায়রুজ্জামান লিটন বার্ষিক আয় দেখিয়েছিলেন ৭৮ লাখ ৩২ হাজার ২০৮ টাকা। পাঁচ বছর পর এখন তার বার্ষিক আয় ২ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। তিনি মৎস্য চাষ থেকে বছরে ২ কোটি ৪২ লাখ টাকা, কৃষিখাত থেকে ২ লাখ ৩০ হাজার টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে ৩৭ লাখ ৭০ হাজার টাকা এবং মেয়র হিসেবে ১৬ লাখ ১০ হাজার টাকা সম্মানী আয় দেখিয়েছেন। ২০১৮ সালে মৎস্য চাষ থেকে তার ২০ লাখ, ব্যবসা থেকে ১২ লাখ, কৃষিখাত থেকে ১ লাখ ৬০ হাজার, বাড়ি ভাড়া থেকে ৫ লাখ ৫২ হাজার ৫০০, শেয়ার থেকে ২০ লাখ ১০ হাজার এবং অন্যান্য খাত থেকে ১৯ লাখ ৯ হাজার ৭০৮ টাকা আয় ছিলো। ২০১৮ সালের তুলনায় এখন লিটনের বার্ষিক আয় ৩ দশমিক ৮০ গুণ বেশি।

আরও পড়ুনঃ  নগরীর নিরাপত্তায় থাকবে প্রায় ২৭০০ পুলিশ

২০১৮ সালে লিটনের অস্থাবর সম্পদ ছিলো ১ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৫০৮ টাকার। এরমধ্যে নগদ ৩০ হাজার টাকা, ব্যাংকে ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৮ টাকা এবং ৩৬ লাখ ৩০ হাজার টাকার একটি জিপগাড়ি ছিল। এছাড়া উপহার হিসেবে পাওয়া ১৫ ভরি স্বর্ণালঙ্কার ছিল তার। এখন অস্থাবর সম্পদ ৪ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৮৯৯ টাকার। এরমধ্যে হাতে নগদ ৭ লাখ ২ হাজার ২৩৭ টাকা, ব্যাংকে ২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৮০০ টাকা, ৪০ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার, ৪৬ লাখ ৩০ হাজার টাকার জিপ ও প্রাইভেটকার, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ২৫ লাখ টাকার ইলেট্রনিক্স সামগ্রী এবং ৬ লাখ টাকা দামের একটি শটগান ও একটি পিস্তল রয়েছে। তার অস্থাবর সম্পদ বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩৮ গুণ।

এখন স্থাবর সম্পদ হিসেবে লিটনের আছে ৪ দশমিক ৬৩ একর কৃষিজমি, নগরীর উপশহরে একটি তিনতলা বাড়ি, ঢাকার বনানীতে দুটি এপার্টমেন্ট এবং ৭০ লাখ ১২ হাজার ১৯০ টাকার মৎস্য খামার। ২০১৮ সালে লিটনের কৃষিজমি ছিল ১ দশমিক ৬৩ একর। এখনকার মতো তখনও রাজশাহীতে তিনতলা বাড়ি ও ঢাকায় দুটি এপার্টমেন্ট ছিল। পাঁচ বছরে ৩ একর জমি ও মৎস্য খামার হয়েছে লিটনের। ২০১৮ সালে লিটনের কোন ঋণ ছিল না। এখন অবশ্য গাড়ি কিনতে গিয়ে পূবালী ব্যাংকে ২০ লাখ ৭৯ হাজার ৩৭ টাকা ঋণ হয়েছে তার। লিটন তার পেশা হিসেবে আইনজীবী লিখলেও এ খাত থেকে তার কোনো আয় নেই। তার নামে বর্তমানে কোনো মামলা চলমান নেই। ১৯৯৬ সালে দুটি মামলা হলেও প্রত্যাহার হয়েছে।

লিটনের নির্বাচনি হলফনামা অনুযায়ী, ২০১৮ সালে তার স্ত্রী শাহীন আকতার রেনীর বার্ষিক কোন আয় ছিল না। তবে এখন তিনি ব্যবসা করে বছরে ১ কোটি ৬৯ লাখ টাকা ও মৎস্য খাত থেকে ১ কোটি ৪১ লাখ টাকা আয় করেন। আয়-রোজগার শুরু হওয়ায় তার স্থাবর-অস্থাবর সম্পদও বেড়েছে। ২০১৮ সালে তার কোন স্থাবর সম্পদ ছিল না। তবে এখন কৃষিজমি আছে ১ দশমিক ৭৭ একর, মাছের খামার হয়েছে ৭৯ লাখ ৩৫ হাজার টাকার। নতুন করে নগরীর উপশহরে একটি পুরাতন দোতলা বাড়িও কেনা হয়েছে তার নামে।

আরও পড়ুনঃ  হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

২০১৮ সালে অস্থাবর সম্পদের মধ্যে শাহীন আকতার রেনীর উপহার হিসেবে পাওয়া ৫০ স্বর্ণালঙ্কার ছিল। এছাড়া ৯২ লাখ ৩ হাজার টাকা মূল্যের অন্য সম্পদ ছিল। এরমধ্যে নগদ ২০ হাজার টাকা, ব্যাংকে ৫৭ লাখ ৩৩ হাজার টাকা এবং ৩৪ লাখ ৫০ হাজার টাকার স্থায়ী আমানত ছিল। পাঁচ বছরে তার স্বর্ণ বাড়েনি। স্বর্ণ বাদে অন্য অস্থাবর সম্পদের মূল্য বেড়ে ২ কোটি ৮৪ হাজার টাকা হয়েছে। এরমধ্যে নগদ ১৮ লাখ ৪৭ হাজার ১৩০ টাকা, ব্যাংকে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৮৭০ টাকা, ১০ লাখ টাকার শেয়ার, ৯ লাখ টাকার স্থায়ী আমানত, আড়াই লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং ২ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র হয়েছে তার নামে।

স্ত্রীর সম্পদ ও আয় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমার স্ত্রী যৌথ অংশীদারের ভিত্তিতে ভারত থেকে পাথর আমদানীর ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। সেখান থেকে তার আয় হয়। এছাড়া তিনি মাছচাষ করেন। সেখান থেকেও আয় হয়েছে। আয় বৃদ্ধির কারণে সম্পদ কিছুটা বেড়েছে।’

লিটন বলেন, ‘আমার আয় এবং সম্পদ অস্বাভাবিক কিছু বাড়েনি। যেটুকু বেড়েছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব নির্বাচন কমিশনে দেওয়া আছে। হলফনামার সঙ্গে সমস্ত কাগজপত্রও যুক্ত করা আছে। আমি বৈধভাবে আয় করে যে ট্যাক্স দিয়েছি, সেই কাগজও দেওয়া আছে। যে কেউ চাইলে তা দেখতে পারে। আমি যদি সম্পদ অর্জন করে গোপন করতাম, তাহলে অপরাধ হতো। সে রকম কিছু করিনি।’

আরও পড়ুনঃ  তানোরে উদ্দীপক কোচিং সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটনের হাতে নগদ আছে ৭ লাখ ২ হাজার ২৩৭ টাকা। সবচেয়ে বেশি হাতে নগদ টাকা আছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মুরশিদ আলমের। তার হাতে নগদ টাকার পরিমাণ ১২ লাখ। টাকা ছাড়াও অস্থাবর সম্পদ হিসেবে তার আছে একটি মোটরসাইকেল, ১০ ভরি স্বর্ণ, ফ্রিজ, ফ্যান, ল্যাপটপ এবং আসবাবপত্র। তবে রাজশাহীতে কোনো বাড়ি নেই। তার স্থায়ী ঠিকানা লালমনিহাটের আদিতমারি উপজেলার চন্দনপাট গ্রাম। মুরশিদ আলমের স্থাবর কোন সম্পদও নেই। তার কোন ঋণ নেই। কামিল পাস এই প্রার্থীর বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। কোন খাত থেকে আয় তা সুনির্দিষ্টভাবে হলফনামায় উল্লেখ নেই।

জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন তার হলফনামায় শিক্ষাগত যোগ্যতা লিখেছেন ‘অক্ষর জ্ঞান সম্পন্ন’। পেশা মৌসুমী পণ্য কেনাবেচা। এখান থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা। তার হাতে আছে ৩ লাখ টাকা। ব্যাংকে আছে ৫০ হাজার। ৩০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও ৫০ হাজার টাকার আসবাবপত্র এবং ১০ ভরি স্বর্ণের মালিক তিনি। কৃষিজমি আছে সাড়ে ৪ বিঘা। অকৃষি জমি আছে ১২ শতক। তার কোন ঋণ নেই। স্ত্রীর নামে কোন সম্পদও নেই।

জাকের পার্টি মনোনীত মেয়রপ্রার্থী একেএম আনোয়ার হোসেনের শিক্ষাগত যোগ্যতা এলএলএম পাস। তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। নিজের কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদ হিসেবে হাতে আছে ১ লাখ টাকা। আর ব্যাংকে আছে ২ হাজার টাকা। আনোয়ার হোসেনের ইলেক্ট্রনিক্স পণ্য আছে ৩০ হাজার এবং আসবাবপত্র আছে ২০ হাজার টাকার। আনোয়ার হোসেনেরও স্ত্রীর নামে কোন সম্পদ নেই। নিজের কোন ঋণও নেই।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675