স্টাফ রিপোর্টার: জনতার অঙ্গকার, পরিবর্তন হবে কাউন্সিলর, স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার, কাউন্সিল হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে নগরীর দড়িখরবোনা মোড়ে রাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রেজা উল্ নবী আল-মামুনর আয়োজনে এলাকায়বাসীর সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এই সময় কাউন্সিলর প্রার্থী এলাকাবাসীর উদ্দেশ্য করে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান বিগত দিনগুলোতে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে ছিলাম। আগামীতেও আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকতে পারি সেজন্য আপনাদের এই সন্তানকে ভোট দিয়ে নির্বাচিত করুন আপনাদের বিভিন্ন সমস্যার কাজ করার সুযোগ করে দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদদের সাধারণ সম্পাদক রুমানা ইসলাম আঁখি। এলাকায়বাসীদের মধ্যে উপস্থিত ছিলেন বাদশা, আবু বক্কর সিদিক্ক, মো: মুস্তফাকিন, সেলিম রেজা, মোঃ আনোয়ার, মোঃ শরিফুল ইসলাম ও ওয়াদুদ । সঞ্চালনায় ছিলেন হাদিমুল ইসলাম।