• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘বাফুফে কিছুই করেনি, অপেক্ষা করেন আরও অনেকেই খেলা ছেড়ে দেবে’

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ২:০২

‘বাফুফে কিছুই করেনি, অপেক্ষা করেন আরও অনেকেই খেলা ছেড়ে দেবে’

অনলাইন ডেস্কঃ মাত্র ২২ বছর বয়সে হটাৎ ফুটবলকে বিদায় জানান সাফ জয়ী দলের অন্যতম সদস্য সিরাত জাহান স্বপ্না। শুক্রবার ( ২৬ মে) এক ফেসবুক পোস্টে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন এই নারী ফুটবলার। স্বপ্নার হটাৎ ফুটবল থেকে অবসর নিয়ে কথা বলেছেন সাফ জয়ী দলের আরেক সদস্য সাজেদা খাতুন। নারীরা বেশকিছু সাফল্য এনে দিলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের কিছুই দেয়নি বলে মন্তব্য করেছেন এই ফুটবলার।

আরও পড়ুনঃ  এবার ‘সেমি-আর্জেন্টিনা’র বিপক্ষে খেলতে নামছেন রাফিনিয়া

এক সংবাদমাধ্যমকে সাজেদা বলেন, ‘আমাদের দেশে নারী ফুটবলের কিছু আছে? আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলারদের কিছু দিয়েছে। একটু অপেক্ষা করেন আরও অনেক মেয়েরা খেলা ছেড়ে দেবে। এখানে কোন আশা নাই।’

সাফ জয়ের পর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন থেকে নারী দলকে সংবর্ধনা ও আর্থিক উপহার পেলেও বাফুফে থেকে অবহেলা পাওয়ার কথা জানান সাজেদা। তিনি আরও বলেন, ‘ফেডারেশন কিছু দিছে নাকি? ঢাকা ব্যাংক দিয়েছে। প্রধানমন্ত্রী আমাদের অনেক কিছু দিছেন। কিন্তু ফেডারেশন তো কিছু দেয়নি।’

আরও পড়ুনঃ  যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি

নিজের ক্ষোভ প্রকাশ করে এই নারী ফুটবলার বলেন, ‘আমরা কেন ফুটবল খেলি…সারা জীবন শুধু ক্যাম্পই করব? সাফ জেতার পর ফুটবলারদের জন্য কিছুই আয়োজন করা হয়নি। আছি আমরা ফুটবলের জন্য, সেই ফুটবল খেলাই তো হয় না। অলিম্পিক বাছাই পর্বে খেলার সুযোগ ছিল। ফেডারেশনের অবহেলায় সেটাও হয়নি। তাদের জিজ্ঞেস করে দেখেন খালি এই সমস্যা, ওই সমস্যা বলবে। তাহলে কেন মেয়েরা আগামীতে ফুটবল খেলবে?’

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নিখোঁজ অনন্যা স্বামীকে নিয়ে ফিরে এলো বাড়িতে
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675