• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘আইপিএল নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে মেরে ফেলছে?’

প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩ ২:২৫

‘আইপিএল নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে মেরে ফেলছে?’

অনলাইন ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিরুদ্ধে এই অভিযোগ পুরনো। সাধারণ সমর্থক থেকে শুরু করে অনেক বিখ্যাত ক্রিকেটারও মনে করেন, আইপিএলের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে। এই অভিযোগটা অনেকাংশেই সঠিক। কারণ কিছু ক্ষেত্রে আইপিএলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের ওপর আইপিএলের কুপ্রভাব মানতে নারাজ ভারতের সাবেক কোচ জন রাইট। বরং তিনি আইপিএলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।
ভারতের ২০০৩ সালে বিশ্বকাপ দলের কোচ ছিলেন রাইট। ওই সময়কার অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার জুটি ব্যাপক প্রশংসা অর্জন করেছিল।

আরও পড়ুনঃ  ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেই রাইট টুইটারে লিখেছেন, ‘লোকে বলে আইপিএল নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে খুন করছে। কিন্তু মাথায় রাখতে হবে, দুজন আফগান এবং একজন আইরিশ গুজরাট টাইটান্সের হয়ে নিয়মিত খেলছে। কোনো ইংলিশ বা অজি ক্রিকেটার নেই। চেন্নাইয়েও দুজন শ্রীলঙ্কার ক্রিকেটার আছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ ছুঁয়ে যা বললেন শামি

প্রতিবছর আইপিএল থেকে নতুন প্রতিভা পাচ্ছে ভারত।’
উল্লেখ্য, এবারের আইপিএলে গুজরাটের হয়ে আফগানিস্তানের রশিদ খান-নুর আহমেদ এবং আয়ারল্যান্ডের জস লিটল খেলছেন। চেন্নাইয়ের হয়ে খেলছেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা এবং মাহেশ থিকসানা। জিম্বাবুয়ের সিকান্দার রাজা খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন অখ্যাত দল নামিবিয়ার ডেভিড উইজা।

আরও পড়ুনঃ  আফগানদের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

নামি ক্রিকেটারদের বাইরে পাথিরানা, লিটল, নুর বেশ নজর কেড়েছেন। এ বিষয়টাকেই যুক্তি হিসেবে উপস্থাপন করেছেন জন রাইট।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675