• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উৎসবের নগরী হয়েছিল রাজশাহী

প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৭:৪৫

উৎসবের নগরী হয়েছিল রাজশাহী

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রোববার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল রাজশাহী। এ দিন সকাল থেকেই শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠেছিল পুরো শহর। জনসভা শেষ হবার পরেও রাজশাহীতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই জনসভার আয়োজন করেছিল জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকালে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি পৌঁছানোর আগেই রাজশাহীর মাদ্রাসা ময়দান নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আরও পড়ুনঃ  তারেক রহমান প্রতিমুহূর্তে ঐক্যের কথা বলছেন: মির্জা ফখরুল

সরেজমিনে দেখা গেছে, মাদ্রাসা ময়দান নেতাকর্মীদের কারণে কানায় কানায় পূর্ণ থাকায় আশপাশের সবগুলো রাস্তায় দাঁড়িয়েছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা মাদ্রাসা ময়দানের আশপাশে স্থাপন করা ডিজিটাল স্ক্রিনে প্রধানমন্ত্রীর ভাষণ দেখেন। তাঁর বক্তব্য শোনেন মাইকে।

জনসভাস্থলে নেতাকর্মীরা নানা রঙের টি-শার্ট ও টুপি পরে এসেছিলেন। ওই টি-শার্টে ছিল এলাকার এমপিদের ছবি। তারা দল বেঁধে সকাল থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন। এতে রাজশাহী হয়ে উঠে উৎসবের নগরী। বিকালে জনসভা শেষে তারা একইভাবে বাড়ি ফেরেন।

আরও পড়ুনঃ  এটিএম আজহারকে মুক্তি না দিলে ক্ষমতায় থাকতে পারবেন না

এর আগে সকালে মাঠ খুলে দেওয়ার পরই নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করেন। সকাল ৯টার মধ্যেই মাঠ ভরে যায় মানুষে মানুষে। বেলা ১১টার দিকে দেশাত্ববোধক গানে জনসভা শুরু হয়। বেলা ১২টার দিকে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন আগে, সংস্কার শেষে জাতীয় নির্বাচন : জামায়াত আমির

এর আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই মাদ্রাসা মাঠেই জনসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা।  পাঁচ বছর পর আবার রাজশাহী এসেছিলেন তিনি। বেলা পৌনে ১১টায় তিনি রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছান। সেখানে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এই প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করে বক্তব্য দেন। পরে আসেন মাদ্রাসা ময়দানে।

সর্বশেষ সংবাদ

বাড়িতে তুলসী গাছ থাকতে ওজন ঝরানো নিয়ে চিন্তা?
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
রোজের ব্যবহারের একটি জিনিস থেকেই ঘরের দূষণ বাড়ছে!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১০:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675