আশঙ্কাকে সত্য প্রমাণ করে আইপিএল ফাইনালে হানা দিয়েছে বৃষ্টি। প্রথম দফা বৃষ্টির পর বাংলাদেশ সময় রাত ১০টার দিকে কার্টেল ওভারের খেলা শুরুর কথা থাকলেও পরে আবারও বৃষ্টি নামে। ম্যাচের ফলাফল হতে গেলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। অর্থাৎ মোট ১০ ওভারের খেলা হতেই হবে।
কিন্তু বৃষ্টি যদি না থামে, সে ক্ষেত্রে কী হবে?
রবিবার খেলা শেষ হওয়ার সময় রাত ১২.৩৬ মিনিট। সেটাই কাট অফ টাইম। যত সময় নষ্ট হবে তত ওভার কমবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি খেলা শুরু না করা যায়, তাহলে আজ রবিবার আর ম্যাচটি অনুষ্ঠিত হবে না।
সে ক্ষেত্রে আগামীকাল সোমবার রিজার্ভ ডে ঘোষণা করা হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। সে ক্ষেত্রে ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হবে।
যদি ৫ ওভার করে খেলা হয় সে ক্ষেত্রে পাওয়ার প্লে ৬ ওভারের জায়গায় কমে ২ ওভার হয়। অর্থাৎ প্রথম ২ ওভার ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকতে পারেন।
বদল হয় বোলারদের বোলিংয়ের হিসাবেও। ২০ ওভারের খেলা হলে পাঁচজন বোলার সর্বোচ্চ ৪ ওভার করে বল করার সুযোগ পান। কিন্তু ৫ ওভার খেলা হলে ৫ জন বোলার সর্বোচ্চ ১ ওভার করে বল করার সুযোগ পাবেন।
আহমেদাবাদে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারেও বৃষ্টি হয়েছিল। খেলা শুরু হয়েছিল আধাঘণ্টা দেরিতে।
তাই কোনো ওভার কর্তন হয়নি। কিন্তু ফাইনালের আগে যেভাবে বৃষ্টি হচ্ছে, তাতে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। ভারি বৃষ্টিপাতে আউটফিল্ডে পানি জমে গেছে। তাই খেলা আদৌ শুরু করা যাবে কি না, সেটা এই রিপোর্ট লেখা পর্যন্ত অনিশ্চিত।
সূত্র : হিন্দুস্থান টাইমস