• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাবিতে কোয়ান্টামের পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ১০:৩৭

রাবিতে কোয়ান্টামের পরিচ্ছন্নতা কার্যক্রম

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টার তিন দিনব্যাপি বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে। গত ২৯ মে থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের পরিচালক এডভোকেট কায়সার পারভেজ মেহেদীর নেতৃত্বে ১৩০ জন স্বেচ্ছাসেবক রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ভবন ও রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিস্কার করার অভিযানে অংশ নেন। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে পরীক্ষা চলাকালে সকলের স্বাস্থ্য-সুরক্ষায় নিশ্চিত করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের পরিচালক এডভোকেট কায়সার পারভেজ মেহেদী বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন সৃষ্টির সেবামূলক কাজ করে আসছে গত ৩০ বছর ধরে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সেন্টার গত তিন বছর ধরে রাজশাহী বিশ^বিদ্যালয়ে যখন এডমিশন টেস্ট হয়, তখন বিশ^বিদ্যালয়ের প্রশাসনের অনুমতিক্রমে আমরা এখানে কয়েকটি সেবা দিয়ে আসছি। তারমধ্যে অন্যতম হলো পরিস্কার পরিচ্ছন্ন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সিলিন্ডার সেবা এবং দুজন ডাক্তারের তত্ত্বাবধানে প্রাথমিক সেবা করে আসছি। এই সৃষ্টির সেবার মধ্যে পরিস্কার পরিচ্ছন্ন সেবা যেটা করি আমরা, সেটা করার অন্যতম কারণ হচ্ছে যাতে করে আমাদের আশেপাশের মানুষকে সচেতন করতে পারি। কারণ এ বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষের এখানে সমাগম হয় এবং আমাদের অনেক তরুণ প্রজন্ম এই পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

তিনি আরও বলেন, আমাদের স্বেচ্ছাসেবকরা যারা আছেন তারা যখন এই কাজগুলো করেন তখন স্বাভাবিক ভাবেই আরেকজন সচেতন হয়ে যান, তিনিও মনে মনে তখন ভালো কাজ করছেন, আমি যখন বিশ^বিদ্যালয়ে ভর্তি হব তখন এমন মানবিক কাজে সম্পৃক্ত হব। আসলে এ কাজগুলোর মাধ্যমে একটি মানুষকে বা তরুণ প্রজন্মকে তার মনের ভিতরে যে সুপ্ত ভালো কাজ করার ইচ্ছা লুকিয়ে থাকে সেটাকেই জাগ্রত করার একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এই পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। এই প্রিয় মতিহার ক্যাম্পাস পরিস্কার থাক সেই লক্ষ্যেই কাজ করছি।

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এ বিষয়ে আরও জানতে চাইলে, কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের কো-অর্গানিয়ার মাহমুদুল হাসান তুষা বলেন, আমাদের লক্ষ্যই একটা সেটা হলো মানুষকে সেবা দেয়া। এই যে ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের এই শহরে প্রায় ছয় লাখ মানুষের আগমন। এতগুলো মানুষ তাদের কাছে আমরা একটা পজেটিভ মেসেজ দিতে চাচ্ছি যারা নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন থাকি, প্রত্যেকটি মানুষ যদি ব্যক্তি জায়গা থেকে আমরা সচেতন হই সামগ্রিক পরিসরটা পরিবর্তিত হবে। আমরা এখানে ১৩০ জন স্বেচ্ছাসেবী কাজ করছি সকল বয়সী। একদম স্কুলগামী বাচ্চারা শুরু করে তাদের বাবা মারাও আছেন। আমরা সবসময় চেস্টা করছি মানুষের সেবা করার জন্য।

আরও পড়ুনঃ  মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর

এ সময় বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রশাসনিক ভবন, সিনেট ভবন, রবিন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, শহীদুল্লাহ কলা ভবন, মমতাজউদ্দিন ভবন, সিরাজী ভবন, টুকিটাকি, শহীদ মিনার, রাকসু ভবন, কেন্দ্রীয় ক্যাফেটারিয়া, শেখ রাসেল স্কুলের মাঠসহ সকল জায়গায় পরিচ্ছন্ন অভিযান চালায় তারা।

 

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675