• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আইপিএল শেষেই ছুরি-কাঁচির নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ধোনি

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ১২:২৯

আইপিএল শেষেই ছুরি-কাঁচির নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ধোনি

অনলাইন ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি আবারও ফিরতে চান, ভক্তদের জন্য খেলতে চান আরও এক আইপিএল মৌসুম। তবে কাজটা সহজ নয় আগামী মৌসুমে ৪২ বছরে পা রাখতে যাওয়া ধোনির জন্য। এই মৌসুমেই ধোনি খেলেছেন হাঁটুর চোট নিয়ে। পুরো মৌসুমেই ভুগেছেন হাঁটুর চোটে।

উইকেটকিপিংয়ে তেমন কোনো সমস্যা না দেখা গেলেও চোটের কারণেই ব্যাটিং করেছেন শেষের দিকে। তবে এরপরও ধোনি খেলতে চান আরও এক মৌসুম। হয়তো সে কারণেই আইপিএল শেষ করেই হাঁটুর চিকিৎসকের কাছে গিয়েছেন ধোনি। প্রয়োজন হলে করাতে পারেন অস্ত্রোপচারও।

আরও পড়ুনঃ  শেষ সময়ের গোলে সেল্টিককে সরিয়ে শেষ ১৬-তে বায়ার্ন

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, গতকাল ধোনি গিয়েছিলেন মুম্বাইয়ের আম্বানি হাসপাতালে। সেখানে আজ চিকিৎসক দিনশ পারদিওয়াল তাঁর অস্ত্রোপচারও করতে পারেন। দুর্ঘটনায় আহত ঋষভ পন্তের অস্ত্রোপচার করেছেন এই চিকিৎসক।

নিজের ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাইয়ের সঙ্গে পরামর্শ করেই মুম্বাইয়ে গেছেন ধোনি। চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন ক্রিকবাজকে জানিয়েছেন, ‘ডাক্তার পারদিওয়ালের পরামর্শ নিতে গিয়েছেন ধোনি, পরের মৌসুমে ফিট থাকতে তিনি অস্ত্রোপচার করাতেও প্রস্তুত।’

আরও পড়ুনঃ  মর্যাদার একুশে পদক গ্রহণ করলেন সাফজয়ী সাবিনারা

এর আগে ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বিশ্বনাথন জানিয়েছেন, ‘হ্যাঁ, এটা সত্য ধোনিকে মেডিকেল পরামর্শ নিতে হবে। হাঁটুর অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদি অস্ত্রোপচার দরকার হয়, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

এবারের আইপিএল ধোনির শেষ আসর কি না, এ নিয়ে মৌসুমের শুরু থেকেই ছিল আলোচনা। এর আগে ধোনি সরাসরি কিছু না বললেও ফাইনাল শেষে জানিয়ে দিয়েছিলেন, ‘অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়। এখন সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে, আগামী ৯ মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাইয়ের সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে।’

আরও পড়ুনঃ  অক্ষরের হ্যাটট্রিক মিস, তবুও ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

চেন্নাইয়ের প্রধান নির্বাহীও জানিয়েছেন, পরের মৌসুমে ধোনির খেলা না–খেলা নির্ভর করছে ধোনির ওপরই, ‘সত্যি বলতে, আমরা এখনো এটা নিয়ে আলোচনা করিনি, ওই পর্যায়েই যাইনি। এটা একদমই ধোনির সিদ্ধান্ত।’

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675