স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে চার মেয়রপ্রার্থীর মধ্যে তিনজন আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন। শুক্রবার প্রতীক বরাদ্দের পর শনিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন তারা। শনিবার বিকালে বিশাল প্রচার মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৪ দল, রাজশাহী এ আয়োজন করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন সদ্য সাবেক এই মেয়র।
বিকাল ৫টায় নগরীর জয় বাংলা চত্বর (বাটার মোড়) থেকে এই নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
পথসভায় লিটন বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধনতা এনে দিয়েছে। একমাত্র আওয়ামী লীগই পারে দেশের উন্নয়ন করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজশাহীকেও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি নির্বাচিত হলে আজকের যে রাজশাহী দেখছেন, আগামী ৫ বছরে রাজশাহী হবে আরো উন্নত, কর্মচঞ্চল আরো আধুনিক হবে। ২১ জুন সারাদিন, নৌকা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
অপপ্রচারের বিরুদ্ধে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, অপ্রচারকারীরা মাঠে নেমেছে। তারা অপপ্রচার করছে। তাদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। যেসব এলাকায় গরীব মানুষের বসবাস, যেসব এলাকায় গিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বলছে, একটি ভোট দিলে একটি হজে¦র সওয়াব পাওয়া যাবে। পূর্বে আমরা জামায়াত-শিবিরের লোকে শুনেছিলাম তাদের মার্কায় ভোট দিলে জান্নাতের টিকেট পাওয়া যায়। একথা মানুষকে বলে আজকে তারা (জামায়াত-শিবির) সংকটে পড়েছে। যারা নতুন করে দেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছেন, রাজনীতিতে, নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনে অংশ নেন সমস্যা নাই। কিন্তু ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মে কথা বলে মানুষকে বিভ্রান্ত করলে আপনি তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়ে যাবেন। আপনাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করবো।
প্রচার মিছিল ও পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, জাসদের রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।
এদিকে বিকালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নগরীর সাহেববাজার এলাকায় গণসংযোগ করেছেন। দুপুরে এই এলাকায় গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম। তবে জাকের পার্টির মেয়রপ্রার্থী একেএম আনোয়ার হোসেন এ দিন প্রচার-প্রচারণায় নিজে নামেননি। তিনি ছিলেন রাজশাহীর বাইরে।