• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : লিটন

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ১০:১৪

ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : লিটন

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে ইঙ্গিত দিয়ে রাজশাহী সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন অভিযোগ তুলেছেন, ‘একটি দল ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলছে, একটি ভোট দিলে একটি হজে¦র সওয়াব পাওয়া যাবে।’

তাদের এমন কথায় ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘কারো মিথ্যা কথা বিশ^াস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না।’ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম নতুনপাড়া এলাকায় গণসংযোগে গিয়ে তিনি ভোটারদের এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

আগামী ২১ জুন নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওই এলাকার এক পথসভায় সদ্য সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আমি মেয়র থাকাকালে বিপুল পরিমাণ বৃক্ষরোপণ, আলোকায়ন, প্রশস্ত সড়ক, ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন করা হয়েছে। আমি আরো কাজ করতে চাই। রাজশাহীর অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তার মধ্যে প্রথম কাজ হবে আপনাদের ছেলে-মেয়েদের কর্মের ব্যবস্থা করা। এসব করতে আমাকে ভোট দিয়ে আরেকবার মেয়র নির্বাচিত করুন।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়, হানিফকে ২০ হাজার টাকা জরিমানা

তিনি বলেন, যে দল দেশের উন্নয়ন করেছে, যিনি আপনাদের কল্যাণ করেছে, তাকে মূল্যায়ন করুন। আমি নির্বাচিত হলে আজকে যে রাজশাহী দেখছেন, ৫ বছরে রাজশাহী আরো উন্নত, সুন্দর ও চমৎকার রাজশাহী হবে। এ জন্য উন্নয়নের প্রতীক নৌকার সাথে থাকুন।

আরও পড়ুনঃ  তারেক রহমানের উপহার নিয়ে অসুস্থ দম্পত্তির পাশে বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেন

পরে নগরীর নগরপাড়া ও আশ্রয়ন মাঠে পথসভা করেন লিটন এবং এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675