• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এক দিকে প্রিয় বন্ধু, অন্য দিকে চর্চিত প্রেমিক! বিলেতে বিয়ন্সের কনসার্টে হাজির কাজল-কন্যা

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ২:২০

এক দিকে প্রিয় বন্ধু, অন্য দিকে চর্চিত প্রেমিক! বিলেতে বিয়ন্সের কনসার্টে হাজির কাজল-কন্যা

অনলাইন ডেস্কঃ বলিউডে পা রাখেননি এখনও। তার আগেই বলিপাড়ায় বেশ নামডাক তাঁর। ছবিতে না হলেও একের পর এক পার্টিতে মুখ দেখা যায় বলিউড অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে নিসা দেবগনের। এখন সবে ২০ বছরের তরুণী নিসা। এর মধ্যেই নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন তিনি। তবে তা পেশার কারণে নয়, তাঁর জীবনযাপনের কারণে। পার্টি করতে খুব ভালবাসেন কাজল-কন্যা। ভবিষ্যতে পেশা হিসাবে অভিনয়কেই বাছবেন কি না, তা এখনও খোলসা করেননি তিনি। তবে এই মুহূর্তে জীবনকে উপভোগ করাই এক মাত্র লক্ষ্য নিসার। জীবনের অন্যতম ইচ্ছেপূরণ করতে সম্প্রতি লন্ডনে পাড়ি দিয়েছিলেন নিসা। সেখানে পপ তারকা বিয়ন্সের ‘রেনেসাঁ’ কনসার্টে দেখা মিলল তাঁর।

আরও পড়ুনঃ  নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

এই মুহূর্তে ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’-এর ব্যস্ত হলিউডের পপ তারকা বিয়ন্সে। সম্প্রতি লন্ডনে পারফর্ম করলেন তিনি। সেই কনসার্টেই বন্ধুদের সঙ্গে হাজির ছিলেন নিসা দেবগন। এক দিকে তাঁর প্রিয় বন্ধু ওরহান ওরফে ওরি। অন্য দিকে, নিসার চর্চিত প্রেমিক বেদান্ত মহাজন। দু’জনের হাত ধরেই বিয়ন্সের কনসার্ট উপভোগ করলেন নিসা। কাজল-কন্যার পরনে ছিল ছাইরঙা একটি ক্রপ টপ, সঙ্গে রুপোলি রঙের ঝলমলে একটি স্কার্ট। মাথায় গোলাপি কাউবয় হ্যাট, হাতে সোনালি রঙের ছোট্ট ব্যাগ। ওরি, বেদান্ত এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে কনসার্টে গিয়ে একাধিক ছবিও তোলেন নিসা। সেই সব ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। নিসা ও তাঁর বন্ধুদের সঙ্গে কনসার্টে হাজির ছিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কপূরও। তাঁদের পোস্ট করা ছবি থেকেই স্পষ্ট, পপ তারকার কনসার্ট বেশ উপভোগ করেছেন সবাই।

আরও পড়ুনঃ  বুবলীর নতুন অধ্যায় শুরু

এই একই কনসার্টে হাজির ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। বিয়ন্সের এই কনসার্টে প্রিয়ঙ্কার সঙ্গী ছিলেন তাঁর মা মধু চোপড়া ও বন্ধু তমন্না দত্ত। বিয়ন্সের একটি গানে নাচ করতেও দেখা যায় প্রিয়ঙ্কাকে। অন্য দিকে, প্রিয়ঙ্কার মা মধু চোপড়াকে দেখতে পেয়ে তাঁকে জড়িয়ে ধরেন হলিউড অভিনেত্রী সলমা হায়েক। তাঁকে জড়িয়ে ধরে গালে চুম্বনও এঁকে দেন সলমা। সমাজমাধ্যমে সেই সব ছবি পোস্ট করেছেন দেশি গার্ল।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675