ঢাকাWednesday , 7 June 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাহুল মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ় থেকে সরলেন শোলাঙ্কি! সত্যমের বিপরীতে নতুন মুখ কে?

Asha Mony
June 7, 2023 10:34 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ নতুন সিরিজ় শুরু করার পর থেকেই কিছু না কিছু সমস্যা লেগেই আছে রাহুল মুখোপাধ্যায়ের ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’র সেটে। অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে এমনিই কিছু দিনের জন্য থমকে গিয়েছে শুটিং। তার আগে ফেডারেশনের সঙ্গে কিছু সমস্যার কারণেও নাকি কিছু দিন আটকে ছিল শুটিং। সেই সমস্যা মেটার পরেও কাজ চলছিল। তার পর গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন প্রবীন অভিনেতা পরাণ। এ বার নাকি তৈরি হয়েছে নতুন সমস্যা। যদিও সমস্যার সমাধানও বার করে ফেলেছেন পরিচালক।

প্রথমে এই সিরিজ়ে অভিনয় করার কথা ছিল শোলাঙ্কি রায়ের। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই কাজ থেকে সরে এসেছেন নায়িকা। সঠিক কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই শোলাঙ্কির পরিবর্তে নতুন মুখ খুঁজে পেয়েছেন রাহুল। শোনা যাচ্ছে, শোলাঙ্কির পরিবর্তে দেখা যাবে সৃজলা গুহকে। সত্যি? আনন্দবাজার অনলাইনের তরফে সৃজলার সঙ্গে যোগাযোগ করা হয়। শোলাঙ্কির এই সিরিজ়ে কাজ করার বিষয়ে তাঁর কিছু জানা না থাকলেও তিনি বলেন, “হ্যাঁ, আমি এই সিরিজ়ে কাজ করছি। প্রথম সিরিজ়, ফলে খুবই উত্তেজিত আমি।”

প্রথমে শোনা গিয়েছিল, এই সিরিজ়ে সত্যম ভট্টাচার্যের সঙ্গে নাকি জুটি বাঁধবেন শোলাঙ্কি। মুখ পাল্টালেও বাকি সবই এক থাকবে। সৃজলা বলেন, “আমি কখনও কিছু পরিকল্পনা করে করি না। যেমন যেমন কাজের সুযোগ আসছে সেই ভাবে এগিয়ে যাচ্ছি।” সৃজলাকে আগে দর্শক আগে দেখেছিলেন ‘মন ফাগুন’ সিরিয়ালে। প্রথম সিরিয়ালের পরেই দর্শকের নজরে আসেন অভিনেত্রী। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তার পর একটাই সিরিয়ালে অভিনয় করেছেন অভিনেত্রী।

অন্য দিকে, ‘গাঁটছড়া’ সিরিয়ালের ‘খড়ি’ চরিত্রটি শেষ হওয়ার পরেই এই সিরিজ়ে অভিনয় করার কথা ছিল শোলাঙ্কির। তার মাঝে তাঁর নতুন সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’ মুক্তি পাবে শীঘ্রই। জুনের শেষে ফের বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কির জুটিকে দেখবেন দর্শক। যদিও এই নতুন সিরিজ়ে দেখা যাবে না শোলাঙ্কিকে। আগামী দিনে আর কী কী নতুন কাজ আসতে চলেছে শোলাঙ্কির? তা ক্রমশ প্রকাশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।