• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্যারিস ছাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই মেসির ‘শক্তি’ টের পেল পিএসজি

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ১২:২৪

প্যারিস ছাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গেই মেসির ‘শক্তি’ টের পেল পিএসজি

অনলাইন ডেস্কঃ লিওনেল মেসির নামের ‘ওজন’ কতটা বা এ নাম কতটা জাদুকরি, এটা টের পেতে পিএসজির খুব বেশি সময় লাগেনি। গত শনিবার ক্লেরমঁর বিপক্ষে প্যারিসের দলটির হয়ে মেসি শেষ ম্যাচটা খেলে ফেলার খানিক পরই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের ‘শক্তি’টা টের পেয়েছে পিএসজি।

না, মেসি পিএসজিকে কোনো বাহুবল দেখাননি। অথবা তাঁর হয়ে পিএসজিকে কেউ হুমকিও দেয়নি। তাহলে কীভাবে মেসির ‘শক্তি’ বা মেসি নামের ‘ওজন’ টের পেল পিএসজি? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা পিএসজির হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অনুসারীর সংখ্যা কমতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের দুই ধাপ উন্নতি

ইনস্টাগ্রামে মুহূর্তের মধ্যেই পিএসজির অনুসারী অনেক কমে গেছে। এখন পর্যন্ত কমার সংখ্যাটা ৮ লাখে দাঁড়িয়েছে। অদূর ভবিষ্যতে এটা যে আরও কমবে, তা বলাই যায়।

আরও পড়ুনঃ  একাদশেই ছিলেন না, সেই নাসিমই ব্যাটিং শেখালেন বাবর-রিজওয়ানদের!

বার্সেলোনা থেকে মুক্ত খেলোয়াড় হিসেবে ২০২১ সালের আগস্টে মেসি পিএসজিতে নাম লেখানোর পরও তাঁর নামের ওজনটা টের পেয়েছিল প্যারিসের ক্লাবটি। মেসি প্যারিসে যাওয়ার পর হু–হু করে বাড়তে থাকে পিএসজির আয়। বিশেষ করে স্পনসর আর জার্সি বিক্রি থেকে।

এ কারণেই মেসিকে আরও এক বছর দলে রাখতে চেয়েছিল পিএসজি। কিন্তু বিশ্বকাপের পর মেসিকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে দলটির কট্টর সমর্থকেরা। কোনো ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেই দুয়ো দিয়ে যাচ্ছিল তারা। এর ওপর সৌদি আরব থেকে বিশাল অঙ্কের প্রস্তাব ছিল আর্জেন্টিনার তারকার। সব মিলিয়ে মেসি আর পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেননি।

আরও পড়ুনঃ  ২০৩৫ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে, জানাল ফিফা

মেসি চলে যাওয়ায় শুধু যে সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসজির অনুসারীর সংখ্যা কমবে, তা নয়। দলটির আয়ও কিছুটা কমে যাবে, এটা বলাই যায়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675