ঢাকাTuesday , 6 June 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর চটেছেন শহীদ আফ্রিদি

Asha Mony
June 6, 2023 12:32 am
Link Copied!

অনলাইন ডেস্কঃ শেষ পর্যন্ত কী লেখা আছে এবারের এশিয়া কাপের ভাগ্যে! এই মুহূর্তে বলা কঠিন। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানে তো দল পাঠাবেই না, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড মডেল’ও মেনে নিচ্ছে না।

গত মাসে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো খবর দিয়েছিল, পিসিবির হাইব্রিড মডেল মেনে নিচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এশিয়া কাপ কোথায় আর কীভাবে হবে, সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভায় ঠিক হওয়ার কথা।

হাইব্রিড মডেল মানে এশিয়া কাপটা দুই ভেন্যুতে আয়োজন করতে চায় পিসিবি। ভারত পাকিস্তানে খেলতে যেতে চায় না বলে তাদের সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। আর অন্য দলগুলোর ম্যাচ হবে পাকিস্তানে। প্রথমে জানা গিয়েছিল, পাকিস্তানের এই প্রস্তাবে সায় আছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের। কিন্তু পরে শোনা গেল অন্য কথা।

এসএলসি ও বিসিবি নাকি বলেছে, সেপ্টেম্বরে আরব আমিরাতের যে আবহাওয়া থাকে, সেখানে তখন খেলা সম্ভব নয়। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে খুব গরম থাকে।
এসএলসি ও বিসিবির এমন ‘অজুহাতে’ বেজায় চটেছেন শহীদ আফ্রিদি। একটি টেলিভিশন চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার ওপর নির্ভর করে খেলতে পারেন না আপনি।’

এরপর আরব আমিরাতে নিজের খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন আফ্রিদি, ‘আমরা শারজায় সকাল ১০টায় ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের দিকে দৌড়াতে গিয়ে মাথা ঘুরত। এমনটা হয়। কিন্তু এটা আপনার ফিটনেসের পরীক্ষা নেবে।’

আফ্রিদি তাঁর কথা শেষ করেন এই বলে, ‘অজুহাত দিতে চাইলে অনেক কিছুই বলতে পারেন। এই যেমন আরব আমিরাতে খুব গরম। এগুলোকে আমি শুধু অজুহাতই বলব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০