• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জাপা প্রার্থীর ৩৬ দফা ইশতেহার

প্রকাশ: শনিবার, ১০ জুন, ২০২৩ ১১:০৪

জাপা প্রার্থীর ৩৬ দফা ইশতেহার

স্টাফ রিপোর্টার: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার দুপুরে নগরীর গণকপাড়ায় জাতীয় পার্টির স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে বেকার যুবকদের কর্ম সংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনকে অধিক গুরুত্ব দিয়ে সকল বাড়ির ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে আনা, উন্নতমানের রাস্তা এবং ড্রেন নির্মাণ, নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রত্যেক পাড়া মহল্লার রাস্তায সিসি ক্যামেরা স্থাপন, মসজিদের ইমাম মুয়াজিনকে সম্মানজনক ভাতা প্রদান, প্রত্যেক মসজিদে সহিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, গির্জা সংস্কার, আধুনিক স্কুল এন্ড কলেজ স্থাপন, গরীব-অসহায় গর্ভবতী মহিলা নাগরিকদের গর্ভকালীন সময় ভাতা প্রদান, সিটি করপোরেশনের স্থায়ী নাগরিকদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত, প্রতিটি মসজিদ, মন্দিরসহ সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বহন করা, বিধবা মহিলাদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদের কুটির শিল্পের প্রতি আগ্রহী করে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এছাড়া প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ওপেন টেন্ডার ম্যাথডে টেন্ডার, সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ, একাধিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র স্থাপন করে বিনা খরচে চিকিৎসা, অটোরিক্সার সকল প্রকার সিটি করপোরেশনের ফি সহনীয় পর্যায়ে আনা, পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন, চামড়া শিল্প, আম, পেয়াজসহ কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা, কার্গো বিমান চালুর ব্যবস্থা গ্রহণ করা, নদী ড্রেজিং করে চলাচলের ব্যবস্থা, কমিউনিটি সেন্টার নির্মাণ, শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশ্ব মানের একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রয়োজন অনুপাতে স্কুল, কওমী মাদ্রাসা ও কলেজ স্থাপন, প্রতিটি থানায় একটি করে কারিগরি শিক্ষাকেন্দ্র তৈরি, রাসিককে পেশীশক্তি, মাস্তানি, টেন্ডাবাজিসহ সকল অনৈতিক প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা, নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা, উন্নত মানের বাস টার্মিনাল নির্মাণ, সিটি হাসপাতাল স্থাপন, প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন, একটি শ্রম হাসপাতাল নির্মাণ, বাজারগুলোতে নিয়মিত মনিটরিং টিম গঠন, ফুটপাত ব্যবসায়ীদের জন্য হকার্স মার্কেট নির্মাণসহ ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’: ভোগান্তিতে রোগীরা

ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাইফুল ইসলাম স্বপন বলেন, ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। রাজশাহীর মানুষ উন্নয়ন চাই। বিশেষ করে কর্মসংস্থান চাই। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। তবে শেষ পর্যন্ত এ পরিবেশ আদৌ থাকবে কী না সেটি নিয়ে আশঙ্কায় আছি।

আরও পড়ুনঃ  ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সংবাদ সম্মেলনে প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ছাড়াও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন, সদস্য সচিব শামসুদ্দিন রিন্টু, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টু, সাইফুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675