• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাসিক নির্বাচনকে মডেল হিসেবে দেখতে চায় ইসি: ইটিআই ডিজি

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৯:৩৯

রাসিক নির্বাচনকে মডেল হিসেবে দেখতে চায় ইসি: ইটিআই ডিজি

স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেছেন, কমিশন চায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর সবগুলো নির্বাচনই সুষ্ঠু হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনও মডেল হবে। সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ কর্মকর্তাদের ছয় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কর্মশালার আয়োজন করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

আরও পড়ুনঃ  তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তারাই সফলতা লাভ করবে : নাহিদ ইসলাম

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আরও মহাপরিচালক বলেন, ইভিএম ভোটগ্রহণের সহজ প্রযুক্তি। এ নিয়ে ভীতির কিছু নেই। রাজশাহী সিটির সাধারণ ভোটারদের ইভিএমের কার্যক্রম জানাতে বিভিন্ন ওয়ার্ডে ঐতিহ্যবাহী গম্ভীরা গানসহ উদ্বুদ্ধকরণ নানা কর্মসুচি পালন করা হচ্ছে। যাতে ভোটাররা নির্ভুলভাবে নিজ নিজ ভোট দিতে পারেন। সেজন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  কোনো দল বা গোষ্ঠীর নয়, পুলিশ সব নাগরিকের : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন।

এই কর্মশালায় বিভিন্ন ব্যাচে ১৫৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, এক হাজার ১৫৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও দুই হাজার ৩০৬ জন পোলিং কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষ হবে আগামী ১৭ জুন।

আরও পড়ুনঃ  খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এবার নির্বাচনে চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ২৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১২ জন। সিটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২জন। ভোটকেন্দ্র ১৫৫টি।

সর্বশেষ সংবাদ

সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:০৬
ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন : শফিকুল আলম
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:০৬
কিডনি বিকল রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৭:০৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675