স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ শুক্রবার আলাদা আলাদাভাবে দিনটি উদযাপন করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর কুমারপাড়ায় নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর বেলা ১১টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।
নগরীর রানীবাজারে রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এরপর বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এবং সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান। এ সময় দলীয় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।