স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকতা-কর্মচারীর অংশগ্রহনে আজ শনিবার (২৪ জুন) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগের সভাকক্ষে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেবির কোষাধ্যক্ষ ও সভাপতি (এপিএ কমিটি) প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক।
মুখ্য আলোচকের বক্তব্যে আরডিএর চেয়ারম্যান সরকারের যুগ্মসচিব ডা. মো: জিয়াউল হক বলেন, আমরা যদি আমাদের শুভবুদ্ধি, মূল্যবোধ, দেশপ্রেম দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে পারি, তাহলে দুর্নীতি কমানো সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে আমাদের সকলকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে কিভাবে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক পর্যায়ে সতর্ক, সচেতন ও সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্খিত উন্নত দেশ গড়তে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়। জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে সকলকে আরো বেশি কাজ করতে ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. আখতার হোসেন, সহকারী রেজিস্ট্রার মো: রাসেদুল ইসলাম, সকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসাইন, সেকশন অফিসার তানভির আহমেদ, সেকশন অফিসার মো: শাকিল আহমেদ, সেকশন অফিসার শারমিন আক্তার নূরসহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।