• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৯:৫৯

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজা হয় আতাউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির। ২০০২ সালে থানায় অভিযোগ দায়েরের পর থেকে তিনি প্রায় ২১ বছর যাবৎ পলাতক ছিলেন। অবশেষে র‌্যাব-৩-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন এলাকা থেকে তাঁকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেন। পরদিন গত শুক্রবার পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নদী তীরের গাছের ডিবি থেকে এক কিশোরের লাশ উদ্ধার

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমান পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি আতাউরের বিরুদ্ধে পুঠিয়া থানায় ১৬ মে ২০০২ তারিখে একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরপর গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ প্রায় ২১ বছর পলাতক ছিলেন। তবে তাঁর অনুপস্থিতিতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাঁকে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  জামিনের পর মারধরের শিকার আব্দুল আজিজকে পাঠানো হলো কারাগারে

ওসি বলেন, আসামি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করছিলেন। ২২ জুন গোপন সংবাদে র‌্যাব-৩-এর সদস্যরা আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি আতাউরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৩
সন্তানকে দিয়ে টিকটক, ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ ৭:০৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675