• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

দুইমাস পর একই ট্রাকে ধরা পড়লো গাঁজার চালান

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৮:১৯

দুইমাস পর একই ট্রাকে ধরা পড়লো গাঁজার চালান

স্টাফ রিপোর্টার: মাত্র দুই মাস আগে একটি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেই ট্রাকটি আবারও ১০০ কেজি গাঁজার চালানসহ ধরা পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের জেলা কার্যালয় শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায়।

এ সময় ট্রাক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের শরিফুল ইসলাম (২৯) এবং চণ্ডিপুর গ্রামের নাইম আলী (২৩)। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের জেলা কার্যালয়ের পরিদর্শক রায়হান আহমেদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

তিনি জানান, গত ১০ মে এই ট্রাকটি থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল। তখন ট্রাকটি জব্দ করা হয়। আদালতের মাধ্যমে ট্রাকের মালিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নিরালা গুচ্ছগ্রামের বাসিন্দা সুচরিতা বেগম ট্রাকটি বুঝে নিয়েছিলেন। এরপর তিনি আবারও তার ট্রাক চোরাচালানের কাজে ব্যবহার করতে শুরু করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশু অপহরণ চেষ্টার অভিযোগে নারী আটক

গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিষয়টি জানতে পেরে শনিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জৈটাবটতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি থেকে আড়াই মণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাসে পরিপূর্ণ ইদ আনন্দ

তিনি আরও জানান, এ নিয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তারা কুমিল্লা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এই নেটওয়ার্কের অন্যদেরও নজরদারি করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675