• ঢাকা, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্মৃতির জন্মদিনে বাংলাদেশে ছুটে এলেন প্রেমিক

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৭:৩৮

স্মৃতির জন্মদিনে বাংলাদেশে ছুটে এলেন প্রেমিক

স্পোর্টস ডেস্ক : দুই ফরম্যাটের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ভারতের মেয়েরা। ইতোমধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে তারা টাইগ্রেসদের ২-১ ব্যবধানে হারিয়েছে। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর মাঝেই নিজের ২৭তম জন্মদিনে পা রাখেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা। তার এই বিশেষ দিনটি পালনে বাংলাদেশে ছুটে এসেছেন প্রেমিক পলাশ মুচাল।

আরও পড়ুনঃ  কোহলির রেকর্ড ম্লান করে রাহুল ঝড়ে দিল্লির চারে চার

গতকাল (মঙ্গলবার) ছিল মান্দানার জন্মদিন। পরদিন (আজ) ম্যাচ থাকলেও তার জন্মদিন পালনে কার্পণ্য করেননি দলের সতীর্থরা। তার ওপর বাড়তি পাওনা হিসেবে ছিল প্রেমিক পলাশের উপস্থিতি। ঢাকার একটি রেস্টুরেন্টে তারা স্মৃতির জন্মদিনের অনুষ্ঠান করেন। পরবর্তীতে প্রেমিক ও সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপনের একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন ভারতের এই সহকারী অধিনায়ক।

আরও পড়ুনঃ  ৬৪ বছর বয়সে চাইল্ডের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

ওই পোস্টে স্মৃতি মান্দানা লেখেন, ‌‘সবার ভালোবাসা ও শুভেচ্ছায় আমি সত্যিই আনন্দিত এবং বোল্ড (আউট)। আমার ২৭তম জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। গত বছরটি খুব চমৎকার কেটেছে এবং ওই সময়ের ভেতর শিখেছি অনেক কিছু। সবাইকে স্মরণীয় এই দিনের জন্য আবারও ধন্যবাদ।’

আরও পড়ুনঃ  আবাহনী-মোহামেডান ম্যাচের দিন মিরপুরে তামিম ইকবাল

স্মৃতির চেয়ে এক বছরের বড় পলাশ মুচাল। তিনি ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী পলক মুচালের ছোট ভাই এবং নিজেও একজন সঙ্গীত কম্পোজার। স্মৃতিকে সারপ্রাইজ দিতে সোমবারই তিনি ভারত থেকে রওনা করেন। পরবর্তীতে ঢাকায় পৌঁছে নিজের ইন্সটাগ্রামে স্মৃতির সঙ্গে ছবিও পোস্ট করেন পলাশ। একই ছবি স্মৃতি নিজের স্টোরিতে শেয়ার করেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675