• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে ২ পক্ষের সংঘর্ষে আনসার সদস্যসহ আহত ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ১২:৪৫

নাটোরে ২ পক্ষের সংঘর্ষে আনসার সদস্যসহ আহত ৫

নাটোর প্রতিনিধি : নাটোরে অভ্যান্তরিন কোন্দলের জেরে আলামিন ও হাবিবকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ জীবন ও তার সহযোগিরা। মঙ্গলবার (১৮জুলাই) দিবাগত রাত ১০টা দিকে শহরতলীর হেমাঙ্গিনি ব্রিজের উপর এঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে দুনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকেরা।

আহত আলামিন(২০) পশ্চিম কান্দিভিটুয়া এলাকার বাবলু মিয়ার ছেলে ও হাবিব(২০) হাসেম আলীর ছেলে। আর মোমিন (২২) ও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চত করেছেন, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ ।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৮

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেরে হাসপাতাল এলাকায় জীবন গ্রুপের সাথে আল আমিন গ্রুপের মধ্য সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে জীবন গ্রুপের মোমিন, আল আমিন, হসান ও হাবিবসহ ৪ জন আহত হন। এ সময় সংঘর্ষ ঠেকাতে গিয়ে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য বদর উদ্দিন আহত হন। সংঘর্ষে মোমিন, আল আমিন ও হাবিবের অবস্থা অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সামিউল ইসলাম শান্ত জানান, আলামিনের বাম পা কেটে গিয়ে গুরুতর জখম হয়েছে। আর হাবিবের এক হাতের রগ কাটা গেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর মোমিনকে সদর হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

এব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, গত মঙ্গলবার রাত দশটার দিকে পৌর শহরের হেমাঙ্গিনী ব্রিজের উপর জীবন, জনি হাছানসহ আরো ৫/৭জন এসে আলামিন, হাবিবকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আহতদের স্থানিয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে জীবন ও মোমিন আবারো গিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় মোমিনও আহত হয়। তাদের অভ্যান্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। দোষিদের আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  বাগমারায় মাদক বিরোধী র‍্যালি ও পথসভা

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675